পুজোয় পিরিয়ড হলে ঘোরাঘুরিই মাটি? সহজেই পান চিন্তা থেকে মুক্তি

Last Updated:

এমন অনেকেই আছেন যাঁরা পিরিয়ডের সময় বাড়ির বাইরে পা ফেলতে ভয় পান। তাঁরা কী করবেন পুজোয়?

Healthy Lifestyle: benefits of using menstrual cup
Healthy Lifestyle: benefits of using menstrual cup
#কলকাতা: পুজো আসছে। আনন্দে উড়ু-উড়ু মন। অন্য দিকে ধুক-পুক করছে বুক। এবছর সেপ্টেম্বরের শেষে পুজো। মাসের ওই সময়ই যদি পিরিয়ডের দিনক্ষণ? তাহলে? পুজো কি মাটি হবে এবছর! আজকাল পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন মেয়েরাও। পিরিয়ডের দিনগুলোতেও তার অন্যথা হয় না। কিন্তু এমন অনেকেই আছেন যাঁরা পিরিয়ডের সময় বাড়ির বাইরে পা ফেলতে ভয় পান। তাঁরা কী করবেন পুজোয়?
চিন্তা নেই। পিরিয়ডের সময় আগে কাপড় ব্যবহার করতেন মেয়েরা। সেটা মোটেও নিরাপদ নয়। অস্বাস্থ্যকরও। বর্তমানে প্যাড, ট্যাম্পন ব্যবহার করা হয়। কিন্তু তারপরেও পিরিয়ডের সময় বাইরে বেরোনোর কথা শুনলে একটা অস্বাচ্ছন্দ্য অনুভূতি ঘিরে ধরে অনেককেই। তাঁদের কথা মাথায় রেখেই বাজারে এসেছে মেনস্ট্রুয়াল কাপ। এটা পুরোপুরি স্বাস্থ্যকর এবং নিরাপদ। শুধু তাই নয়, এটা ব্যবহারের বেশ কিছু উপকারিতাও রয়েছে।
advertisement
advertisement
মেনস্ট্রুয়াল কাপ কী: মেনস্ট্রুয়াল কাপ দেখতে অনেকটা ফানেলের মতো। রাবার এবং সিলিকন দিয়ে স্বাস্থ্যবিধি মেনে তৈরি। শুধু তাই নয়, এটা একাধিকবার ব্যবহার করা যায়।
advertisement
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের উপকারিতা: পিরিয়ডের সময় ভারী প্রবাহ হয়। প্যাড কিংবা ট্যাম্পনের চেয়ে মেনস্ট্রুয়াল কাপ বেশি রক্ত ধরে রাখতে পারে। তাই পিরিয়ডের জন্য এটাই সর্বোত্তম স্বাস্থ্যবিধি পণ্য।
advertisement
যে কোনও ধরনের সংক্রমণ এড়াতে পিরিয়ডের সময় ৫ ঘণ্টা অন্তর প্যাড বদলানো উচিত। দিনে কমপক্ষে ৩ বার প্যাড পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে মেনস্ট্রুয়াল কাপ সবচেয়ে ভাল। কারণ এটা একাধিকবার ব্যবহার করা যায়।
বাজারে বিক্রি হওয়া প্যাড এবং ট্যাম্পন থেকে প্রায়ই সংক্রমণের ভয় থাকে। এর কারণ হল এই পণ্যগুলো রক্ত শুষে নেয়। তাছাড়া শক সিন্ড্রোমেরও ভয় থাকে। বিশেষ করে ট্যাম্পনের এটা গুরুতর সমস্যা। মেনস্ট্রুয়াল কাপে রক্ত কাপে ধরা থাকে। তাই সংক্রমণের ভয় নেই। বালাই নেই শক সিন্ড্রোমেরও।
advertisement
পিরিয়ডের সময় সবচেয়ে বড় সমস্যা এবং ভয় হল ফুটো। প্যাডে এই সমস্যা সবচেয়ে বেশি। ফুটো থাকলে কাপড়ে দাগ লাগার সম্ভাবনা থাকে। প্রত্যেক মহিলাকেই এই সমস্যার মোকাবিলা করতে হয়। এ দিক থেকে মেনস্ট্রুয়াল কাপ আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এটা ব্যবহার করলে দাগ হওয়ার ভয় একদমই থাকবে না।
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের পদ্ধতি: এটা ব্যবহারের আগে পরে হাত ধুয়ে নিতে হবে। তাহলেই সংক্রমণের ঝুঁকি এড়ানো যাবে। যাই হোক, প্রথমে কাপটা ভাঁজ করে ধীরে ধীরে যোনির ভেতরে ঠেলে দিতে হবে। কাপটা থাকবে জরায়ুর ঠিক নিচে। যোনিতে ঢোকানো হয়ে গেলে হালকা ভাবে ঘোরাতে হবে। তাহলেই কাপটা যথাস্থানে ফিট হয়ে বসে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় পিরিয়ড হলে ঘোরাঘুরিই মাটি? সহজেই পান চিন্তা থেকে মুক্তি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement