Viral Video: রোহিতের এ কী হাল! আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তা বলে গলা টিপে ধরা! রইল ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তবে এরপরেই আনন্দের চোটের দীনেশ কার্তিককে গলা এমনভাবে টিপে ধরেন রোহিত শর্মা যে তাঁর শ্বাস আটকে যাচ্ছিল৷
#মোহালি: মঙ্গলবার রাত এমন একটা রাত যা সকলেই ভুলে যেতে চাইবে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে হার৷ তাও ৬ উইকেটে ২০৮ রান করেও ম্যাচ হারা কোনও কাজের কথা নয়৷ রোহিত শর্মা-র নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত বড় রানের টোটালও রক্ষা করতে পারেনি৷ ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ দলের হয়ে হঠাৎ করেই চরম খারাপ পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের৷ তিনি ৪ ওভারে ৫২ রান দিয়ে দেন৷ ১৯ ওভারে তিনি এতটাই খারাপ বল করেন যে তা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল৷
এছাড়া হর্ষল প্যাটেলও ৪ ওভারে ৪৯ রান দেন৷ ভুবনেশ্বর ও হর্ষল ৮ ওভারে ১০১ রান দিয়ে কার্যত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের রাস্তা মজবুত করে দেন৷ অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচ যত এগিয়েছে ততই বিরক্ত হয়ে গেছেন৷মাত্র ১১.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১২২/২ করেছিল বিশাল ২০৯ রান তাড়া করতে নেমে৷ উমেশ যাদব ১২ তম ওভার স্টিভ স্মিথ খোঁচা মেরে দীনেশ কার্তিককে উইকেট তুলে দেন৷ আম্পায়ররা সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিভ স্মিথ নটআউট৷ কিন্তু দীনেশ কার্তিক অধিনায়ককে বলেন ডিআরএস নিতে৷ গ্লেন ম্যাক্সওয়েলও কার্তিককেই এজ দেন৷ আম্পায়র ফের নট আউট দিলেও আবার ডিআরএস নেওয়া হয়৷ এখানেই দীনেশ কার্তিককের সিদ্ধান্তেই কামাল৷
advertisement
tough love pic.twitter.com/o1BYZrTZw8
— Sritama (Ross Taylor’s version) (@cricketpun_duh) September 20, 2022
advertisement
তবে এরপরেই আনন্দের চোটের দীনেশ কার্তিককে গলা এমনভাবে টিপে ধরেন রোহিত শর্মা যে তাঁর শ্বাস আটকে যাচ্ছিল৷ কিন্তু সবার চেষ্টাতেই জল ঢেলে দেন বোলাররা৷
advertisement
ব্যাটিং প্রথমে করে কেএল রাহুল (৩৫ বলে ৫৫), হার্দিক পান্ডিয়া ৭১ করে অপরাজিত থাকেন৷ তিনি মাত্র ৩০ বলে এই রান করেন৷ কিন্তু ১৯.২ ওভারে এই রান করে ফেলে অস্ট্রেলিয়া৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 3:17 PM IST