Fashion Tips: পুজোয় আপনিই হোন ‘রাণী’, শার্ট আর স্কার্টের সঙ্গে হার, আংটি পড়ুন এইভাবে
- Published by:Debalina Datta
Last Updated:
শার্ট, ব্লাউজ বা স্কার্টের সঙ্গে গয়নার ঝলক যেন মসৃণভাবে মিশে যায়। তবেই তো রূপের ছটা ছড়িয়ে পড়বে চারদিকে।
#কলকাতা: পুজো মানেই সাজগোজ। বাতাসে শিউলির সুবাস আর নতুন জামাকাপড়ের গন্ধ মিলেমিশে একাকার। সঙ্গে গয়নার রিনঝিন রিনঝিন! এখন কথা হল, সব যেন খাপে খাপে বসে। শার্ট, ব্লাউজ বা স্কার্টের সঙ্গে গয়নার ঝলক যেন মসৃণভাবে মিশে যায়। তবেই তো রূপের ছটা ছড়িয়ে পড়বে চারদিকে।
এবারের পুজোয় লং স্কার্ট যে ট্রেন্ড করতে চলেছে সেটা এতদিনে জানা হয়ে গিয়েছে নিশ্চয়। কিন্তু লং স্কার্টের সঙ্গে কোন শার্ট বা গয়না ভাল মানাবে সেটা নিয়ে এখনও অনেকের মনেই ধন্দ রয়ে গেছে। এখানে সেই ধন্দের নিরসন করা হল। দেওয়া হল কিছু টিপস। যাতে লং স্কার্ট, শার্টের সঙ্গে ঠিকঠাক গয়না বেছে নিতে কোনও ভুল না হয়।
advertisement
আরও পড়ুন - Viral Video: রোহিতের এ কী হাল! আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তা বলে গলা টিপে ধরা! রইল ভাইরাল ভিডিও
advertisement
চোকারের সঙ্গে শার্ট বা ব্লাউজ: শার্ট বা ব্লাউজের কলার যদি চওড়া হয় তাহলে নেক চোকার মাস্ট। সঙ্গে টপ কানের দুল। এতে ক্লাসি লুক আসবে। কুন্দন কাজ বা মুক্তোর গয়নাও পরা যায়। এর সঙ্গে মেকআপও হতে হবে মানানসই। কোহল দিয়ে ঘন করে আঁকতে হবে চোখ। ভুরুও হবে ঘন। এতে চোখ বড় দেখাবে। নেক চোকারের সঙ্গে যা একেবারে মানানসই। এর সঙ্গে থাক প্লেটেড লং স্কার্ট। ডিজাইনার হবে কি না সেটা নির্ভর করে শার্ট বা ব্লাউজ কেমন পরা হচ্ছে তার উপর।
advertisement
শার্ট ব্লাউজের সঙ্গে ক্যুইন নেকলেস: লং স্কার্ট, শার্ট সঙ্গে ক্যুইন নেকলেস। আভিজাত্যে মোড়া লুক। শান্ত এবং মার্জিত। এই সাজে নারীর প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। চুলে একটা আগোছালো খোঁপা করা যায়। আর মসৃণ এবং বড় চুল হলে খোলাও রাখা যায়। তবে চুল স্ট্রেইট করে নিতে ভুললে চলবে না। এর সঙ্গে কানে থাক ছোট দুল। জামার সঙ্গে ম্যাচ করে ঠোঁটে উঠুক লিপস্টিক। আর হ্যাঁ, এর সঙ্গে হাই হিল কিন্তু মাস্ট।
advertisement
শার্ট বা ব্লাউজের সঙ্গে বড় আংটি: জামা আদলে ব্লাউজগুলো সাধারণত ফুলহাতা হয়। তাই ব্রেসলেটের বদলে আংটি পড়াই ভাল। একটা মাত্র বড় আংটি। সাজ খোলতাই হবে। লম্বা হাতের আঙুল হলে বড় আংটি মানায় ভাল। এই ধরনের আংটি পরলে ওড়না এড়িয়ে যাওয়াই ভাল। বদলে পুঁটলি ব্যাগ নেওয়া যায়। এতে একটা ক্লাসি লুক আসে। এর সঙ্গে কিন্তু গাঢ় মেকআপ চাই। পায়ে হাই হিল না হলেও চলবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 4:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fashion Tips: পুজোয় আপনিই হোন ‘রাণী’, শার্ট আর স্কার্টের সঙ্গে হার, আংটি পড়ুন এইভাবে