Healthy Food Recipe: আটা-ময়দা কিছুই লাগবে না, অপূর্ব স্বাদের এই 'স্বাস্থ্যকর' লুচি কী দিয়ে তৈরি জানলে চমকে যাবেন! রইল রেসিপি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Healthy Food Recipe: একটু অন্যরকম লুচি বানাতে চান? তাহলে এভাবে লুচি বানিয়ে নিন।
হাওড়া: একটু অন্যরকম লুচি বানাতে চান, তাহলে এভাবে লুচি বানিয়ে নিন, এই লুচি খেতে লাগবে না তরি-তরকারি বা অন্য কোনও পদ! ৮-৮০ এই লুচি খাবে চেটেপুটে। হ্যাঁ, ছোট থেকে বড় সকলের দারুণ পছন্দের এই লুচি। মশলা মিশ্রিত এই লুচি তৈরিতে লাগে না আটা বা ময়দা।
তাই অন্য এই লুচি খাবারের আকর্ষণ থাকে দারুণ। গরম খাস্তা মুচমুচে এই লুচি একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। স্বাদে অতুলনীয় এই লুচি তৈরিতে কিছুটা আলাদা নিয়ম। ঘরোয়া কয়েকটা উপকরণ থাকলেই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন খাস্তা এই লুচি। জল খাবারে বা চায়ের সঙ্গে এই লুচির জুড়ি নেই। মুখরোচক এই লুচি অতিথি আপ্যায়নে বেশ সুনাম কুড়াবে তা বলা যেতেই পারে। গরম খাস্তা এই মশলা লুচি একটা খেলে সহজে মন ভরবে না।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ ভারতীয় মহিলা ক্যানসার আক্রান্ত হচ্ছেন, কীভাবে ঠেকাবেন মারণরোগ? চিকিৎসকের জরুরি পরামর্শ জানুন
যদিও এই লুচি বানানো একটু অন্য নিয়ম, তবে সহজে বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে। এই খাস্তা সুস্বাদু লুচি তৈরিতে প্রয়োজন ২০০ গ্রাম সাবু, মাঝারি ২ টি আলু, ১ চামচ আদা-রসুন, হাফ চামচ গোল মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো, সামান্য চাট মশলা, এক চিমটি লঙ্কা, পরিমাণ মতো নুন ও চিনি। প্রথমে সাবু পাত্রে ঢেলে ভেজে নিয়ে মিক্সি অথবা হামান দিস্তায় মিহি করে নিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?
এরপর সেদ্ধ আলু গুঁড়ো বা বাটা মশলা, ধনেপাতা সমস্ত উপকরণ মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিতে হবে। লুচির মতো ডো তৈরি করে, একটু বড় বড় লেচি কেটে রাখুন। এবার শুকনো ময়দা বা আটা দিয়ে বেলনে বেলতে শুরু করলে ফেটে যাবে লুচি, তবে তাতে কোনও চিন্তা নেই। বড় করে বেলে নেওয়া লুচির মাঝখানে টিফিন বক্স বা কোনও পাত্র চাপ দিলেই গোলাকার লুচি কেটে নেওয়া যাবে।
advertisement
এভাবেই এক একটা লুচি তৈরি করে তেলে ভেজে নিন। খেয়াল রাখতে হবে লুচিগুলি যাতে একটু কড়া করে ভাজা হয়। এভাবে ভেজে নিলেই তৈরি সাবুর খাস্তা মশলা লুচি। গরম গরম পরিবেশন করুন, সামান্য সাবু দিয়ে এমন ভিন্ন স্বাদের লুচি খেয়ে অবাক হবেন অনেকেই।
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 6:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Food Recipe: আটা-ময়দা কিছুই লাগবে না, অপূর্ব স্বাদের এই 'স্বাস্থ্যকর' লুচি কী দিয়ে তৈরি জানলে চমকে যাবেন! রইল রেসিপি