Healthy Eating: পুষ্টির সঙ্গে সমঝোতা নয়, খাওয়ার ব্যাপারে মেনে চলা দরকার এই ৫ বিষয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
5 effective ways to maximize nutrition: ঠিক মতো ডায়েট প্ল্যান করলে খাবারের মান বেড়ে যায় এবং বেশি টাকা খরচ না করেই সুস্বাস্থ্যের লক্ষ্যে পৌঁছানো যায়।
#কলকাতা: পুষ্টির সঙ্গে স্বাস্থ্য অঙ্গাঙ্গী ভাবে সম্পর্কিত। বলা যায়, পুষ্টি ঠিক থাকলে স্বাস্থ্য ভাল হবে, আবার স্বাস্থ্য ভাল মানেই শরীরে পুষ্টি ঠিক মতো রয়েছে। কিন্তু আজকাল বেশিরভাগ খাবারে ভেজাল থাকায় শরীরে সঠিকভাবে পুষ্টি জোগানো আরও কঠিন হয়ে উঠেছে (5 effective ways to maximize nutrition)। তাই এই পরিস্থিতিতে ঠিক মতো ডায়েট প্ল্যান করলে খাবারের মান বেড়ে যায় এবং বেশি টাকা খরচ না করেই সুস্বাস্থ্যের লক্ষ্যে পৌঁছানো যায় (Healthy Eating)।
প্রোটিনের চাহিদা মেটানো
ইন্ডিয়ান মার্কেট রিসার্চ ব্যুরো পরামর্শ দিয়েছে যে ৮০% ভারতীয়র প্রোটিনের খাটতি রয়েছে। প্রোটিন আমাদের পেশি মজবুত করে এবং কোষগুলিকে সুস্থ রেখে এনার্জি দেয়। সেক্ষেত্রে প্রতিটি খাবারের সঙ্গে ২৫-৩০ গ্রাম প্রোটিন থাকলে এই সমস্যার সমাধান হতে পারে। তাই প্রোটিন সমৃদ্ধ ডায়েট চাইলে, খাদ্যতালিকায় মুরগির মাংস, ডাল, দই, মাছ অথবা ডিম রাখা জরুরি। আমিষাশীদের জন্য মাছ প্রোটিনের খুব ভাল উৎস। মাছে ওমেগা-৩-র মতো ভিটামিন ও মিনারেল রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে।
advertisement
advertisement
কাটার পরে ধোয়া নয়
বেশিরভাগ মানুষই জানেন না যে সবজি এবং ফল কাটার আগে ধোয়া উচিত। যদি কাটার পরে ধোয়া হয় তাহলে এগুলির পুষ্টিও ধুয়ে যায়। এছাড়া ভাল কোনও প্রোডাক্ট দিয়ে সবজি, ফল ধুয়ে নেওয়া দরকার। এভাবে ধুলে জীবাণু এবং ক্ষতিকর পেস্টিসাইড যেগুলি আমাদের ইমিউনিটি নষ্ট করে দেয় সেগুলি সরিয়ে ফেলা যায়।
advertisement

ডায়েট ব্যালেন্স
পুষ্টির মান সর্বাধিক বজায় রাখার জন্য প্রতিটি খাবারের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষম ডায়েটে পাঁচটি গ্রুপের খাবার থাকে: প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, খনিজ এবং ফ্যাট। আসলে সুষম খাবার খেলেই শরীর সঠিকভাবে কাজ করতে পারে এবং রোগের ঝুঁকি কমে।
advertisement
নিজেকে হাইড্রেটেড রাখা
জল মানুষের শরীরের ৬০% তৈরি করে, কিন্তু শরীরে এক বা দুই শতাংশ জলের অভাব অভাব হলেই ক্লান্তি-সহ বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের শরীর সবসময় হাইড্রেটেড থাকে। সেক্ষেত্রে টাটকা শাকসবজি কিংবা তরমুজ অথবা আঙুরের মতো ফলের রস খেলে শরীরে তরলের পরিমাণ বাড়ে। পাশাপাশি পরিমাণ মতো জল খেলে তা শরীর থেকে টক্সিন বার করে দেয় এবং শরীরে পুষ্টির শোষণ বাড়ায়।
advertisement
সচল থাকা এবং দৈনিক এক্সারসাইজ
এক্সারসাইজ হরমোন নিঃসরণ করতে সাহায্য করে যা প্রয়োজনীয় খনিজ শোষণ করতে পেশির ক্ষমতা বাড়ায়। তা ছাড়া রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং হজম ক্ষমতা উন্নত করে।
তবে, অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে খাদ্যাভাস সংশোধন করলে তা ক্লান্তিকর হতে পারে এবং এমনকী স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহও কমে যেতে পারে। তাই যে খাবার আমাদের আনন্দ দেয় এমন খাবারই খাওয়া উচিত, অনেক সময়ে ডায়েট কিছুটা পরিবর্তন করে জাঙ্ক খাবারও খাওয়া যায়। তবে ছোট ছোট ধাপে পরিবর্তনই সুস্থতার জন্য শরীরে পুষ্টির মান বাড়িয়ে দেয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 10:51 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Eating: পুষ্টির সঙ্গে সমঝোতা নয়, খাওয়ার ব্যাপারে মেনে চলা দরকার এই ৫ বিষয়