Heart attack: মহিলাদের হার্ট অ্যাটাকে সম্পূর্ণ নতুন লক্ষণ! কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম শুধু মেনোপজের সমস্যা নয়, হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে।

হার্ট অ্যাটাক মনেই বুকে বা হাতে ব্যাথা এইসব চিন্তা এখন অচল। বহু বছর ধরে নানান গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন হার্ট অ্যাটাকের প্রচলিত উপসর্গ ছাড়াও যেকোনো মুহূর্তে এই অঘটন ঘটে যেতে পারে। বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে অ্যাটাকের লক্ষণগুলি একেবারেই অন্যরকম। অনেকক্ষেত্রেই হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহ আগে এই লক্ষণগুলি দেখা যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণ এই ব্যাপারে চিন্তার বিষয়।
হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহ আগে থেকে অবসাদ বা ক্লান্তি আসতে পারে। ২০০৩ সালে AHA ৫০০ জন যারা কখনো না কখনো অ্যাটাকের স্বীকার হয়েছেন এমন মহিলাদের ওপর একটি সার্ভে করে। এই সার্ভেতে প্রকাশ পায় প্রায় ৯৫ শতাংশ মহিলারাই বলেছেন তারা অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই ক্লান্তি অনুভব করতে শুরু করে। মোট অংশগ্রহণকারীদের ৭১ শতাংশ বলেন তারা ক্লান্তি অনুভব করার মতো নির্দিষ্ট কোনও কারণই খুঁজে পাননি।
advertisement
বিশিষ্ট কার্ডিওলজিস্ট লেজলি চো (Leslie Cho) জানিয়েছেন যদি হঠাৎ করেই রোগীদের মধ্যে ক্লান্তির প্রবণতা বৃদ্ধি পায় বা প্রতিদিনের কাজের পর ক্লান্তি বোধ হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
অনিদ্রা
হঠাৎ করে ঘুম না কমে যাওয়া এক্ষেত্রে চিন্তার বিষয় হতে পারে। সার্ভেতে জানা গিয়েছে প্রায় ৪৮ শতাংশ মহিলারা অ্যাটাকের এক মাস আগে থেকে অনিদ্রাজনিত রোগে ভুগতেন।
advertisement
বুকে ব্যাথা
সার্ভে অনুসারে প্রায় ৩১ শতাংশ মহিলারা অ্যাটাকের পূর্বে বুকে ব্যাথা অনুভব করতেন। যদিও ৪৩ শতাংশ মহিলারা এই ধরণের কোনো ব্যাথা অনুভব করেন নি।
বিশেষজ্ঞদের মতে, “বুকে ব্যাথার মতো উপসর্গ না থাকায় পুরুষদের তুলনায় মহিলাদের হার্ট অ্যাটাক সনাক্ত করা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।”
শ্বাস-প্রশ্বাসে বাধা
AHA-র সার্ভেতে বলা হয়েছে বুকে ব্যাথা না থাকলেও শ্বাস নিতে অসুবিধে হচ্ছে মনে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক নিকা গোল্ডবার্গের (Nieca Goldberg) মতে, মহিলারা হার্ট অ্যাটাকের মতো বিষয়কে খুব সাধারণভাবে দেখেন। সম্ভবত এই কারণেই মহিলাদের হার্ট অ্যাটাক সনাক্ত করা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়।
advertisement
অস্বাভাবিকভাবে ঘামতে থাকা
স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম হলে সেটিও অ্যাটাকের লক্ষণ হতে পারে। ধমনীতে অতিরিক্ত রক্ত সঞ্চালনের সময় হার্টে প্রয়োজনের বেশি এনার্জির লাগে, এই পুরো প্রক্রিয়া চলার সময় ঘাম ঝরিয়ে আমাদের শরীর তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে।
মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম শুধু মেনোপজের সমস্যা নয়, হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে।
advertisement
এই ধরণের কোনো সমস্যা হলে গাফিলতি না করে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Heart attack: মহিলাদের হার্ট অ্যাটাকে সম্পূর্ণ নতুন লক্ষণ! কী বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement