Health Tips: এই পাতা সর্বরোগহরা, বাড়িতে রাখলে আর কোনও চিন্তা থাকবে না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Health Tips: মূলত কাঁটা যুক্ত এবং কাঁটা ছাড়া বিশল্যকরণী গাছ রক্তরোধক হিসেবে ব্যবহৃত হয়।
বাঁকুড়া: এই ঔষধি গাছ আনতে পাহাড় তুলে এনেছিলেন হনুমান। রামায়ণে উল্লেখিত চার ঔষধি গাছের একটি হল বিশল্যকরণী। ঘরের শোভা বাড়ানো ছাড়াও একাধিক ভেষজ গুণ সম্পন্ন পুরান কাব্যের এই গাছের ব্যাবহার জানলে অবাক হবেন। মূলত কাঁটা যুক্ত এবং কাঁটা ছাড়া বিশল্যকরণী গাছ রক্তরোধক হিসেবে ব্যবহৃত হয়।
কেটে গিয়ে বা নাক দিয়ে অথবা অর্শ থেকে রক্তক্ষরণ, বিশল্যকরণী পাতা ব্যবহার করলে বন্ধ হয়ে যাবে রক্তক্ষরণ। এই ভেষজ গাছ পাওয়া যাচ্ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া শহরের বুকে আয়ুষ উদ্যানে রয়েছে ৭০ টিরও বেশি ভেষজ গাছ। যার মধ্যে অন্যতম হল বিশল্যকরণী। আয়ুষ শাখার ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডঃ পার্থ সারথি রায় জানান, “বিশল্যকরণী পাতা খাওয়াও যায়, আবার ড্রপ হিসেবে ব্যবহার করা যায়। খেলাধুলা করতে গিয়ে কেটে গেলে অন্য কিছু না লাগিয়ে বিশল্যকরণী লাগালে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় রক্ত।”
advertisement
আরও পড়ুন: দুই সন্তান ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছেন? অবশেষে মুখ খুললেন অনুপমের প্রাক্তন স্ত্রী, তোলপাড়
কাঁটা যুক্ত বিশল্যকরণী এবং কাঁটা ছাড়া বিশল্যকরণীর মধ্যে পার্থক্য খুব একটা নেই। সাধারণ মানুষ মায়াপন জাতীয় অন্যান্য উদ্ভিদের সঙ্গে বিশল্যকরণীকে গুলিয়ে ফেললেও, বাঁকুড়ার এই ছাদ বাগানে রয়েছে খাঁটি বিশল্যকরণী। এর পরিচর্যা করাও খুবই সোজা। ডাল কেটে বসিয়ে দিলেই খুব সহজেই বেড়ে উঠবে এই গাছ। বাড়বে শোভা এবং প্রাথমিক চিকিৎসাতেও মুখ্য ভূমিকা পালন করবে বিশল্যকরণী। বাঁকুড়ার আয়ুষ শাখায় যোগাযোগ করলেই বিনামূল্যে পাবেন এই গাছ।
advertisement
advertisement
আরও পড়ুন: হেরে গিয়ে বাজিগর, রিয়ালিটি শো-তে ফ্লপ, বলিউডে সুপার-ডুপার হিট যাঁরা…
বাল্মিকী রামায়ণ অনুযায়ী, ৭৪ তম অধ্যায় , যুদ্ধ কাণ্ডের ২৯-৩৪ তম শ্লোকে উল্লেখ করা আছে চার ঔষধি গাছের নাম। এই চারটি গাছের মধ্যে একটি হল বিশল্যকরণী। যদি চান তাহলে আপনার বাড়িতেও রাখতে পারবেন এই পৌরাণিক ভেষজ গাছ।
নীলাঞ্জন ব্যানার্জী
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 5:54 PM IST