Health Tips: কোনও ওষুধপত্র নয়, শরীর ঠিক রাখতে ভরসা রাখুন রান্নাঘরের ম্যাজিক মশলায়

Last Updated:

হলুদ (Haldi) বা হলুদের মূল শরীরের (Health Tips) জন্য উপকারি? জেনে নেওয়া যাক প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ (Turmeric) কীভাবে কাজে লাগতে পারে।

Health Tips: how kacchi haldi or raw turmeric can benefit health and why it is a better option- Photo- Represetative
Health Tips: how kacchi haldi or raw turmeric can benefit health and why it is a better option- Photo- Represetative
#নয়াদিল্লি: ভারতীয় রান্নাঘরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হলুদ (Turmeric)। প্রতিটি ডাল, সবজি, তরকারি ইত্যাদিতে হলুদ ব্যবহার করা হয়। এটি খাবারের স্বাদ এবং রঙ উভয়ই উন্নত করে। জানা আছে কি যে কাঁচা হলুদ (Haldi) বা হলুদের মূল শরীরের (Health Tips) জন্য উপকারি? জেনে নেওয়া যাক প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ (Turmeric) কীভাবে কাজে লাগতে পারে।
হজমশক্তি বাড়ায়
নিয়মিত হলুদ (Haldi) খেলে পিত্ত উৎপাদন উন্নত হয় পারে এবং হজমশক্তি উন্নত হয়। যাঁরা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত তাঁরা প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা হলুদ অন্তর্ভুক্ত করতে পারেন।
advertisement
advertisement
ওষধি গুণ সম্পন্ন
কাঁচা হলুদ ঔষধি গুণে ভরপুর। এটিতে কার্কিউমিনের উচ্চ ঘনত্ব রয়েছে যা একটি যৌগ এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি সর্দি, কাশি, ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় (Health Tips) সাহায্য করে।
advertisement
রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে
যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য কাঁচা হলুদ আবশ্যক। এটি শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই নয়, ইনসুলিন প্রতিরোধের সমস্যা সমাধানেও সাহায্য করে।
রক্ত শোধন করে
কাঁচা হলুদে কিছু আশ্চর্যজনক অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা কোষের ক্ষতি রোধ করে। এটি রক্ত প্রবাহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে একটি প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসাবেও কাজ করে।
advertisement
ব্যথা বেদনা কমায়
কাঁচা হলুদ জয়েন্ট-সম্পর্কিত ব্যথায় কাজ করে। এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে ভরপুর যা এটিকে একটি প্রাকৃতিক ব্যথা উপশমকারি করে তোলে।
কাজে আসে দুধ হলুদ
প্রয়োজনীয় উপকরণ- ২-ইঞ্চি কাঁচা হলুদ, ১ টেবিল চামচ গুড়, ১ চিমটি এলাচ গুঁড়ো এবং দেড় কাপ দুধ।
পদ্ধতি
একটি প্যানে দুধ ঢেলে মাঝারি আঁচে রেখে কাঁচা হলুদ গুঁড়ো বা গ্রেট করে বা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দুধে কাঁচা হলুদ যোগ করে ফোটাতে হবে। মাঝারি-উচ্চ আঁচে রেখে দুধ মাত্র ১ কাপ না হওয়া পর্যন্ত ফোটাতে হবে। প্রায় ১৫ মিনিট ধরে দুধ ফোটাতে হবে। কাঁচা হলুদের সমস্ত স্বাদ এবং পুষ্টি বের করার জন্য দুধ ফোটাতে হয়। এবার একটি পাত্রে দুধ ছেঁকে গুড়, এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়তে হবে। ঘুমাতে যাওয়ার ১-২ ঘন্টা আগে গরম হলুদ দুধ পান করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: কোনও ওষুধপত্র নয়, শরীর ঠিক রাখতে ভরসা রাখুন রান্নাঘরের ম্যাজিক মশলায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement