Health Tips: একটানা চেয়ারে বসে কাজ করছেন? দফারফা হচ্ছে হার্টের, যা বলছেন চিকিৎসক

Last Updated:

ইদানিং কম বয়সীদের মধ্যেও বাড়ছে হার্টের অসুখ। কীভাবে নিজেকে বাঁচাবেন? জানাচ্ছেন চিকিৎসক

+
প্রতিকী

প্রতিকী ছবি

হাওড়া: একটানা চেয়ারে বসে কাজ করে চলেন? এতে বাড়ছে আর্টের অসুখের ঝুঁকি। সাবধান করছেন চিকিৎসক।
বর্তমান সময়ে সৌখিন জীবনযাপনে অভ্যস্ত মানুষ। মানুষের কর্মব্যস্ততা এবং খাবারে বিশাল পরিবর্তন। এতেই একটু একটু করে বেড়ে যাচ্ছে শরীর খারাপের ঝুঁকি। বিশেষ করে মুখরোচক, অত্যাধিক মাত্রায় তেল মশলা জাতীয় খাবার খাওয়ায় সমস্যা বাড়ছে। শরীরে বাসা বাঁধছে নানা অসুখ।   কম বয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে হার্টের সমস্যা।
হার্ট ভাল রাখতে নিয়মিত শরীরচর্চার প্রয়োজন। আগে সাধারণত ৫০-৬০ বা ৭০ বয়সে হার্টের সমস্যা দেখা দিত। ইদানীং ৩০ বছর বা তার কম বয়সীদের মধ্যেও হার্টের সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত দুইভাবে হার্টের সমস্যা বা লক্ষণ দেখা যায়। অ্যাকিউট কন্ডিশন এবং ক্রনিক কন্ডিশন।  অ্যাকিউট কন্ডিশনে হঠাৎ করে তীব্র বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট, গা-হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া বা বা বুক ধরফরের মত সমস্যা দেখা দেয়।  ক্রনিক কন্ডিশনের ক্ষেত্রে সামান্য হাঁটাচলা করলেই বুকে ব্যথা, শ্বাসকষ্ট, খাবারের পর বুকে ব্যথা দেখা দেয়।
advertisement
advertisement
চিকিৎসক অরুণাংশু ধোলে জানান, আত্যধিক ভাজাভুজি ও জাংক ফুড  খাওয়ার কারণে কমবয়সীদের মধ্যে হাটফের সমস্যা দেখা দিচ্ছে।  হাইপারটেনশন, স্ট্রেস বা জেনেটিক কারণেও হার্টের অসুখ হতে পারে।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: একটানা চেয়ারে বসে কাজ করছেন? দফারফা হচ্ছে হার্টের, যা বলছেন চিকিৎসক
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement