Health Care: কাঁসা-পেতলের অনেক গুণ! চিকিৎসকের কথা শুনলে আজ থেকে শুধু ওই বাসনেই খাবেন

Last Updated:

Health Tips: কাঁসার বাসন ব্যবহার করার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। এই বাসন ব্যবহার করাটাই সবচেয়ে স্বাস্থ্যকর বলে প্রমাণিত।

+
কাঁসা

কাঁসা এবং পেতলের বাসনে খাওয়ার গুণ

কোচবিহার: বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের ডেইলি রুটিনের পাশাপাশি খাদ্যাভ্যাসকেও নানাভাবে প্রভাবিত করেছে। আমাদের জীবনের প্রায় অঙ্গাঙ্গী হয়ে উঠেছে প্লাস্টিক কিংবা কাঁচের বাসন। এই সমস্ত বাসন ব্যবহারের খারাপ প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচার যতই চলুক, এখনও পর্যন্ত এগুলি বর্জন করে ওঠা সম্ভব হয়নি। প্লাস্টিকের কারণে ক্যানসার, স্ট্রোক, হাইপারটেনশন, ডায়াবিটিসের মতো নানা অসুখ হতে পারে।
রান্নাঘর থেকে অন্তত প্লাস্টিককে বিদায় অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে প্লাস্টিকের বদলে কাঁসা কিংবা পেতলের বাসন ব্যবহার করতে পারি আমরা। বহু প্রাচীণ কাল থেকে আমাদের দেশে কাঁসা কিংবা পেতলের বাসনে রান্না এবং খাওয়া হয়ে আসছে। আজকাল অবশ্য কাঁসার বাসন ব্যবহার করার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু, এই বাসন ব্যবহার করাটাই সবচেয়ে স্বাস্থ্যকর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুনঃ সেরে যায় অর্শের ব্যথা! ম্যাজিকের মতো কমে ডায়াবেটিস! শুধু জানুন কীভাবে খাবেন এই ফল
৭৮ শতাংশ তামা এবং ২২ শতাংশ টিন মিশিয়ে তৈরি হয় শংকর ধাতু কাঁসা। তামা ও টিনকে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে ৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করে এই সুপার ধাতু তৈরি হয়। এই ধাতুর ভারতীয় নাম কাঁসা এবং ইংরেজিতে একে ব্রোঞ্জ বলে। তামা টক জাতীয় খাবারের সংস্পর্শে এসে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ছাড়া নোনতা খাবারেও তামায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই কারণে তামা ও টিনের শংকর ধাতু কাঁসায় কোনও প্রতিক্রিয়া হয় না। তাই রান্না ও খাওয়ার জন্য সেরা ধাতু হল কাঁসা কিংবা পেতলের বাসন।
advertisement
advertisement
কোচবিহারের চিকিৎসক অর্ণব নিয়োগী জানান, ‘কাঁসা খাদ্যকে পরিশুদ্ধ করে। সেই কারণে কাঁসার বাসনে খাবার খেলে হজম ক্ষমতা বাড়ে। কাঁসার স্বাস্থ্যকর গুণাবলীর জন্য বিশেষজ্ঞরা কাঁসার বাসনে রান্না ও খাওয়ার পরামর্শ দেন। স্ট্রেস থেকে মুক্তি পাওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাঁসার বাসনে খাওয়া অত্যন্ত উপকারী। কাঁসার মধ্যে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। ফলে কাঁসার বাসনের রান্না করা খাবার কাঁসার থালা-বাটিতে খেলে শরীর ভাল রাখতে উপকারী।’
advertisement
তিনি আরও জানান, ‘কাঁসায় বুদ্ধি বাড়ে। কাঁসা আমাদের বুদ্ধিমত্তাকে আর তীক্ষ্ণ করে তোলে। কাঁসা মস্তিষ্ককে সজাগ ও সতর্ক করে তোলে। এ ছাড়া নানা ধরণের অসুখ থেকে মুক্তি পেতেও কাঁসা অত্যন্ত উপকারী। কাঁসার পাত্রে অন্তত আট ঘণ্টা ধরে জমিয়ে রাখা জল শরীরের জন্য অত্যন্ত উপকারী।’ এই সমস্ত বিষয়ের কারণেই কাঁসা কিংবা পেতলের পাত্র ব্যবহার করা সত্যিই মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Care: কাঁসা-পেতলের অনেক গুণ! চিকিৎসকের কথা শুনলে আজ থেকে শুধু ওই বাসনেই খাবেন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement