Sleep apnea Problem: জোরে জোরে নাক ডাকছেন কিংবা ঘুমোনোর সময় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে? স্লিপ অ্যাপনিয়া প্রসঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ

Last Updated:

Sleep apnea Problem: কিছু কিছু সময় এই অবস্থা ১০-৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আবার কিছু ক্ষেত্রে তা ১ মিনিট অথবা তার বেশি সময় ধরে স্থায়ী হয়। এর ফলে রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে থাকে।

বেঙ্গালুরু: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) হল ঘুম সংক্রান্ত শ্বাসজনিত রোগ। এক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের প্রবল চেষ্টা সত্ত্বেও বায়ু চলাচল কমে যায় কিংবা থমকে যায়। ঘুমোনোর সময় পেশিগুলি যখন শিথিল থাকে, তখনই মূলত এটা হয়। আসলে গলার পিছন দিকে থাকা নরম কলাকোষের দ্বারা শ্বাসনালির উপরের অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। এর থেকে হাইপোঅ্যাপনিয়া এবং অ্যাপনিয়া হতে পারে।
এই অবস্থা ঘুমোনোর সময় অন্তত ১০ সেকেন্ড স্থায়ী হয়। কিছু কিছু সময় এই অবস্থা ১০-৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আবার কিছু ক্ষেত্রে তা ১ মিনিট অথবা তার বেশি সময় ধরে স্থায়ী হয়। এর ফলে রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে থাকে। জটিল কিছু ক্ষেত্রে তা ৪০ শতাংশের নিচেও চলে যেতে পারে। আর অক্সিজেন কমে যাওয়ার ফলে মস্তিষ্ক শরীরকে সজাগ করে। এর ফলে ঘুম ভেঙে যায় এবং শ্বাসপ্রশ্বাস ফের স্বাভাবিক হয়ে আসে।
advertisement
 আর এক রাতের মধ্যে এই বিষয়টা প্রায় কয়েকশো বার ঘটতে পারে। আর বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণে দিনভর ঘুম পেতে থাকে। এই প্রসঙ্গে আলোচনা করবেন বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. রূপা রেচেল প্রেমানন্দ।
advertisement
advertisement
সবথেকে সাধারণ উপসর্গগুলির মধ্যে অন্যতম হল:
জোরে জোরে নাক ডাকা- যদিও সব নাসিকা গর্জন কিন্তু ওএসএ নয়। তবে সমস্ত ওএসএ রোগীর নাসিকা গর্জন হয়
শ্বাস বন্ধ হয়ে গিয়ে জেগে ওঠা
শ্বাস থমকে যাওয়া
ঘুমের মধ্যে অস্থিরতা
সকালে গলায় ব্যথা / মুখের ভিতরের অংশ শুকিয়ে আসা
ঘন ঘন বাথরুমে যাওয়া
advertisement
ভোরের দিকে মাথা ব্যথা
সকালের দিকে ক্লান্তি এবং ঘুম-ঘুম ভাব
মানসিক অবসাদ/ বিরক্তি
মনোযোগে সমস্যা
বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. রূপা রেচেল প্রেমানন্দ। বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটির কাবেরী হাসপাতালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডা. রূপা রেচেল প্রেমানন্দ।
ওএসএ-র রিস্ক ফ্যাক্টর:
advertisement
অতিরিক্ত ওজন বা ওবেসিটি
বার্ধক্য
শ্বাসনালী সংকীর্ণ হয়ে আসা
হাইপারটেনশন/ উচ্চ রক্তচাপ
ক্রনিক নেজাল কনজেশন
ধূমপান
ডায়াবেটিস
পুরুষ
দিনের বেলায় ক্লান্তি এবং ঘুম পাওয়ার কারণে কাজের সমস্যা
কাজ সংক্রান্ত দুর্ঘটনা কিংবা পথ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি
advertisement
কার্ডিওভাস্কুলার সমস্যা
করোনারি হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, আর্টারি ফেলিওর এবং স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পায়
অ্যারিদিমিয়া হয়ে আকস্মিক মৃত্যুর ঝুঁকি থাকে
ঘুম না হওয়ার কারণে সম্পর্কের উপর প্রভাব পড়ে
রোগ নির্ণয়:
ওএসএ রোগ নির্ণয় করার জন্য একটি স্লিপ স্টাডি (পলিসোমনোগ্রাফি) করা হয়।
চিকিৎসা:
কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার (সিপিএপি) ডিভাইস এই রোগের চিকিৎসায় সবথেকে বেশি কার্যকর। অতিরিক্ত ওজন হ্রাসের মাধ্যমেও চিকিৎসা করা হয়। সার্জিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে পুরোপুরি ভাবে ওএসএ দূর করা সম্ভব নয়।
advertisement
স্লিপ স্পেশালিস্টের সঙ্গে কখন যোগাযোগ করা উচিত?
জোরে জোরে নাক ডাকার ফলে পাশের জনের ঘুমের ব্যাঘাত ঘটলে বিষয়টা বিশেষজ্ঞের নজরে আনা উচিত।শ্বাসকষ্ট হয়ে ঘুম ভেঙে গেলে যোগাযোগ করতে হবে স্পেশালিস্টের সঙ্গে। ঘুমোনোর সময় শ্বাসপ্রশ্বাস বন্ধ হলেও স্লিপ স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। সারা দিন ধরে ঘুম পেলে কিংবা অবসন্ন বোধ হলেও চিকিৎসকের কাছে যাওয়া আবশ্যক।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleep apnea Problem: জোরে জোরে নাক ডাকছেন কিংবা ঘুমোনোর সময় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে? স্লিপ অ্যাপনিয়া প্রসঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement