দোল খেলার আগে কী কী করা উচিৎ, জানালেন চিকিৎসকেরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দোল বা হোলিতে রং খেলার সময় সতর্ক না থাকলে ঘটতে পারে অঘটন।
#কলকাতা: আজ দোলযাত্রা। রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা।পলাশ-শিমুল অনেক দিন ধরেই বলছিল, বসন্ত এসে গেছে। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে আজ উচ্ছ্বলতা ৷
কিন্তু আনন্দের এই উৎসবে কয়েকটি জিনিস নিয়ে সতর্ক না থাকলে হতে পারে বড় বিপদ ৷ তাই আগে থেকেই সতর্ক থাকুন ৷ প্রত্যেক বছরই কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন চিকিত্সকেরা৷
দোল বা হোলিতে রং খেলার সময় সতর্ক না থাকলে ঘটতে পারে অঘটন। তাই কয়েকটি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিলেন চিকিৎসকরা।
advertisement
দোলে সতর্কতা
advertisement
--- দোল খেলার আগে তেল মাখা উচিত
--- বিশ্বস্ত দোকানছাড়া রং-আবির কেনা ঠিক নয়
--- চোখে চশমা ব্যবহার করা ভাল
-- জোর করে বা না জানিয়ে কাউকে রং দেওয়া ঠিক নয়
-- রং যেন চোখে না যায় খেয়াল রাখতে হবে
-- চোখে রং চলে গেলে জল দিয়ে ধুতে হবে
-- কর্নিয়ায় আঘাত লাগলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে
advertisement
-- মুখে হাত দিয়ে রং না মাখানোই ভাল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2020 8:01 AM IST