দোল খেলার আগে কী কী করা উচিৎ, জানালেন চিকিৎসকেরা

Last Updated:

দোল বা হোলিতে রং খেলার সময় সতর্ক না থাকলে ঘটতে পারে অঘটন।

#কলকাতা: আজ দোলযাত্রা। রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা।পলাশ-শিমুল অনেক দিন ধরেই বলছিল, বসন্ত এসে গেছে। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে আজ উচ্ছ্বলতা ৷
কিন্তু আনন্দের এই উৎসবে কয়েকটি জিনিস নিয়ে সতর্ক না থাকলে হতে পারে বড় বিপদ ৷ তাই আগে থেকেই সতর্ক থাকুন ৷ প্রত্যেক বছরই কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন চিকিত্‍সকেরা৷
দোল বা হোলিতে রং খেলার সময় সতর্ক না থাকলে ঘটতে পারে অঘটন। তাই কয়েকটি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিলেন চিকিৎসকরা।
advertisement
দোলে সতর্কতা
advertisement
--- দোল খেলার আগে তেল মাখা উচিত
--- বিশ্বস্ত দোকানছাড়া রং-আবির কেনা ঠিক নয়
--- চোখে চশমা ব্যবহার করা ভাল
-- জোর করে বা না জানিয়ে কাউকে রং দেওয়া ঠিক নয়
-- রং যেন চোখে না যায় খেয়াল রাখতে হবে
-- চোখে রং চলে গেলে জল দিয়ে ধুতে হবে
-- কর্নিয়ায় আঘাত লাগলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে
advertisement
-- মুখে হাত দিয়ে রং না মাখানোই ভাল
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দোল খেলার আগে কী কী করা উচিৎ, জানালেন চিকিৎসকেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement