মৃত্যুভয়ের গন্ধ কেমন? জেনে নিন

Last Updated:

গন্ধ আমাদের নাকে এলে মস্তিষ্কে বিপদের সিগন্যাল পৌঁছয় ।

#লন্ডন: বিপদের গন্ধ পেয়েছেন কখনও? শুনে কথার কথা মনে হলেও আমরা সকলেই কখনও না কখনও আঁচ করেছি আসন্ন বিপদ । পুরোটাই কি ষষ্ঠেন্দ্রিয়ের খেল? নাকি সত্যিই বিপদের গন্ধ পায় মানুষ? নতুন এক গবেষণার ফল বলছে, হ্যাঁ । বিপদের শুধু নয়, মৃত্যুরও গন্ধ পাই আমরা ।
ব্রিটেনের কেন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষকরা জানাচ্ছেন, আসন্ন মৃত্যু সবচেয়ে আগে টের পায় আমাদের নাক । তবে সে গন্ধকে আমাদের চেনা কোনও গন্ধের ছকে ফেলতে পারেননি তাঁরা । আমাদের শরীরে পুট্রেসিন নামক এক ধরনের রাসায়নিক উত্পন্ন হওয়ার কারণেই নাকে আসে সেই গন্ধ । যখন আমাদের শরীর ক্ষয়ের দিয়ে এগোতে থাকে তখনই উত্পন্ন হয় পুট্রেসিন । ৪২ কোটি বছর ধরে জীবজগতের ন্যাক্রোফোবিক বিহেভিয়ার বিবর্তনের কারণেই এই পুট্রেসিন উত্পন্ন হয় শরীরে । যেই গন্ধ আমাদের নাকে এলে মস্তিষ্কে বিপদের সিগন্যাল পৌঁছয় । যখন আমাদের স্বাভাবিক প্রবৃত্তি বলে মোকাবিলা করতে না পারলে পালিয়ে যাও ।
advertisement
advertisement
ঠিক কীভাবে এই রাসায়নিকের গন্ধে আমরা প্রতিক্রিয়া জানাই তা বুঝতে পুট্রেসিন ও অ্যামোনিয়া নিয়ে পরীক্ষা করেছিলেন বৈজ্ঞানিকরা । পুট্রেসিনের গন্ধে গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে এক অদ্ভুত অস্থিনিরতা লক্ষ্য করা যায় । যা তারা কখনও বিপদ, কখনও পালাতে চাওয়া, কখনও বা নিরাপত্তাহীনতায় ভোগার অনুভূতি হিসেবে ব্যক্ত করেছেন । অ্যামোনিয়ার গন্ধে যা হয় না ।
advertisement
বিজ্ঞানীদের মতে আমাদের নিজেদের শরীর জরায় আক্রান্ত হলে বা আশপাশে মৃত্যুপথযাত্রী কোনও মানুষ থাকলে আমাদের নাকে এই গন্ধ এসে পৌঁছয় । এই গন্ধকে তাঁরা স্মেল অফ ডেথ বলে চিহ্নিত করেছেন ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মৃত্যুভয়ের গন্ধ কেমন? জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement