Osteoarthritis Knee Replacement: শুধু কলকাতাতেই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথায় কাবু ৩২.৭ শতাংশ রোগী, কখন সার্জারি করাবেন? পরামর্শ বিশেষজ্ঞের

Last Updated:

Osteoarthritis Knee Replacement: রোবোটিক যন্ত্রপাতি যেন বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিশেষ করে হাঁটু প্রতিস্থাপন বা নি-রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের ক্ষেত্রে। জানুন

হাঁটুর ব্যথা (প্রতীকী ছবি)
হাঁটুর ব্যথা (প্রতীকী ছবি)
কলকাতা: অত্যাধুনিক প্রযুক্তির তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে শল্য চিকিৎসার ক্ষেত্রে। বিশেষ করে রোবোটিক-অ্যাসিস্টেড পদ্ধতির ক্ষেত্রে তো বড়সড় ভূমিকা পালন করেছে। সাধারণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (আরএএস)-এর ক্ষেত্রে একটা ক্যামেরা আর্ম এবং সার্জিক্যাল টুলস-সহ মেকানিক্যাল লিম্বস থাকে। রোবোটিক সার্জারির ফলে শল্য চিকিৎসকদেরও সুবিধা হয়েছে। কারণ এর হাত ধরে জটিল এবং সূক্ষ্ম অস্ত্রোপচার আরও সহজ হয়ে উঠেছে। তবে ট্র্যাডিশনাল অস্ত্রোপচারের পদ্ধতির ক্ষেত্রে অবশ্য এই সুবিধাটা মেলে না। এই সেট-আপের কারণে দেহের যে অংশে অস্ত্রোপচার হবে, সেই অংশটিকে ভাল ভাবে স্পষ্ট করে সহজেই দেখতে পান শল্য চিকিৎসকরা।
এবার আসা যাক অর্থোপেডিক সার্জারির কথায়। এই ক্ষেত্রে আবার রোবোটিক যন্ত্রপাতি যেন বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিশেষ করে হাঁটু প্রতিস্থাপন বা নি-রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের ক্ষেত্রে। টোটাল নি-রিপ্লেসমেন্ট বা টিকেআর হল একটি সার্জিক্যাল পদ্ধতি। যেখানে ক্ষয়ে যাওয়া হাঁটুর জয়েন্টের জায়গায় কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। আর এই কৃত্রিম জয়েন্ট আবার ধাতু এবং আল্ট্রা-হাই মলিকিউলার ওয়েট পলিথিন দিয়ে তৈরি করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: রান্না-ফুল-ভালবাসা-বিয়ে এমনকী কম্পিউটার দেখেও ভয় পান অনেকে, রীতিমতো ‘ফোবিয়া’! বিশ্বাস করা কঠিন
যেসব রোগীরা অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন, তাঁদের ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন খুবই সাধারণ ঘটনা। আর ভারতে এই রোগের হার সবথেকে বেশি। দেশের মোট জনসংখ্যার প্রায় ২২-৩৯ শতাংশ মানুষ এই সমস্যায় জেরবার। তবে শুধু কলকাতাতেই অস্টিওআর্থ্রাইটিসের সমস্যায় জেরবার রোগীর হার প্রায় ৩২.৭ শতাংশ।
advertisement
advertisement
বেল ভিউ ক্লিনিকের কনসালট্যান্ট অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. সন্তোষ কুমার বলেন, এই চিকিৎসার প্রথাগত কৌশল বেশ কার্যকরী। কিন্তু এই সার্জারির ক্ষেত্রে রোবট আনার ফলে তা ধারাবাহিক ভাবে আরও ভাল ফলাফল প্রদান করছে। মেডিকেল প্রযুক্তির উন্নতির ফলে রোবোটিক্স এবং নির্ভুল সরঞ্জামেরও উন্নতি হয়েছে। তার ফলে গতানুগতিক সার্জারির ফলাফলেরও অনেক বিকাশ ঘটেছে।
advertisement
ক্ষয় হয়ে যাওয়া জয়েন্টের হাই-রেজোলিউশন ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এমআরআই) এবং কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান (সিটি স্ক্যান) করা হয়। যার ফলে অস্ত্রোপচারের আগে থেকেই রোগীর জন্য উপযুক্ত পরিকল্পনা ছকে নিতে পারেন চিকিৎসকেরা। এর ফলে প্রতিস্থাপনের অস্ত্রোপচারের সময় বেশি কাটাছেঁড়াও করতে হয় না।
আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন
রোবোটিক অ্যাসিস্টেড নি সার্জারি (আরএকেএস)-র ফলে সঠিক ভাবে জয়েন্ট প্রতিস্থাপন সম্ভব। কলাকোষের ক্ষতির আশঙ্কাও হ্রাস করা যায়। সেই সঙ্গে রক্তপাতও বিশেষ হয় না। আর সবথেকে বড় কথা হল, এর ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এমনকী কমে অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার আশঙ্কাও। রোবোটিক-অ্যাসিস্টেড অর্থোপেডিক সার্জারির ফলে সাফল্যের হার এখন বেড়ে প্রায় ৯৮ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
advertisement
প্রতি বছর আমাদের দেশে প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ টোটাল নি-রিপ্লেসমেন্ট সার্জারি করায়। পাঁচ বছর আগে পর্যন্তও পরিসংখ্যানটা এমন ছিল না। বর্তমানে তা প্রায় আড়াই গুণ বেড়ে গিয়েছে। রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের এইচওডি, সিনিয়র কনসালট্য়ান্ট ডা. সূর্য উদয় সিং জানান, প্রযুক্তির উন্নতি এবং রোবোটিক্স টোটাল নি-রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সকল রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পার্সোনালাইজড প্ল্যানিং করা হয়। সেখানে রোবোটিক্স অ্যাসিস্ট্যান্স সার্জনদের অনেক সাহায্য করেছে। আর টিকেআর-এর চূড়ান্ত সাফল্য অর্থোপেডিক সার্জনের দক্ষতার উপর নির্ভর করে। অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ করে আমরা দেখেছি যে, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা অনেকটাই কম। রোগীও দ্রুত সুস্থ হয়েছেন। জয়েন্টের স্থিতিশীলতাতেও উন্নতি দেখা গিয়েছে। আর হাঁটুর কার্যকারিতাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Osteoarthritis Knee Replacement: শুধু কলকাতাতেই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথায় কাবু ৩২.৭ শতাংশ রোগী, কখন সার্জারি করাবেন? পরামর্শ বিশেষজ্ঞের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement