Yoga Myths: যোগব্যায়াম সংক্রান্ত এই ভ্রান্ত ধারণা এবার ঝেড়ে ফেলুন মন থেকে, তাহলেই পাবেন সুফল
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Yoga Myths: যাঁরা যোগা করেন বা যাঁরা করবেন বলে ভাবছেন তাঁদের এই তথ্য জেনে রাখা প্রয়োজন।
Yoga Myths: ভারতবর্ষে যুগ যুগ ধরে যোগের রীতি চলে আসছে। প্রাচীন গ্রন্থে এর সুফল নিয়ে অনেক কথাই লেখা আছে। যোগা বা যোগ শব্দের অর্থ হল সমন্বয়। কারণ এর মাধ্যমে শরীর, মন ও আত্মার সমন্বয় ঘটে। তবে যোগব্যায়াম নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণাও আছে। যোগা কেন করা উচিত বা এর সুফল কী এই নিয়ে ভূরি ভূরি লেখা আছে। যদিও অনেকের মনেই যোগা নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা আছে। যেগুলোর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই কারণে অনেকেই যোগব্যায়াম থেকে নিজেকে সরিয়ে রাখেন। তাই যাঁরা যোগা করেন বা যাঁরা করবেন বলে ভাবছেন তাঁদের এই তথ্য জেনে রাখা প্রয়োজন।
১) বয়স হয়ে গেলে যোগা করা যায় না
এটা একদম ভুল কথা। শেখার ইচ্ছেটাই আসল। যোগব্যায়ামের ভাণ্ডারে সবার জন্যই কিছু না কিছু আছে। ছোটদের জন্য, বড়দের জন্য এবং বয়স্ক মানুষদের জন্যও।
২) যোগা শুধু মহিলাদের জন্য
যোগব্যায়ামের সঙ্গে পুরুষ বা মহিলার কোনও সম্পর্ক নেই। কারণ যোগব্যায়ামের মূল কাজ হল শরীর ও মনের মধ্যে একটি সমন্বয়ের সেতু তৈরি করা। সেটা সবার জন্যই প্রযোজ্য।
advertisement
advertisement
৩) যে কোনও রোগব্যাধি চট জলদি সারিয়ে দেয় যোগা
শরীরে একটি রোগ বা কোনও সমস্যা এক দিনে তৈরি হয় না। ফলে সেটা যে কোনও উপায়ে চট করে সেরে যায় এটা ভাবা ভুল। যোগব্যায়াম একটি সাধনার মতো। বেশ কিছু দিন ধরে ধীরে ধীরে করার পর কিছুটা সুফল পাওয়া যেতে পারে। তাই এটা জলদি মুশকিল আসান করবে এটা ভাববেন না।
advertisement
৪) যে কোনও ফিটনেস প্রশিক্ষক যোগা শেখাতে পারেন
অনেকেই মনে করেন যোগা মানেই স্ট্রেচিং। তাই অনেক ফিটনেস প্রশিক্ষক যোগা বলে স্ট্রেচিং শেখান। তাঁদের নিজেদের কোনও প্রশিক্ষণ থাকে না। কিন্তু যোগা মানে শুধুই স্ট্রেচিং নয়। এর সঙ্গে মনের উন্নতিও জড়িয়ে আছে। তাই যোগব্যায়াম শিখতে হলে যারা প্রকৃত অর্থে সেটা জানেন তাঁদের কাছেই শেখা উচিত।
advertisement
৫) গর্ভবতী অবস্থায় যোগা শেখা যায় না
ডাক্তার বললে অবশ্যই যোগব্যায়াম করা যায়। গর্ভবতী মা যদি আসন ও প্রাণায়াম নিয়মিত করেন তাহলে সন্তানের জন্ম দিতে সুবিধা হয়। এছাড়া একজন মহিলার এই সময় কিছু মানসিক চাপ থাকে, যোগার মাধ্যমে সেগুলোও সামাল দেওয়া যায়।
৬) বই পড়ে বা ভিডিও দেখেও যোগা শেখা যায়
ইন্টারনেটে প্রচুর বিনামূল্যে যোগা ট্রেনিং সংক্রান্ত জিনিসপত্র আছে। কিছু লেখা পড়ে বা ভিডিও দেখে কিন্তু যোগা শেখা সম্ভব নয়। কারণ এতে চোট লাগার আশঙ্কা আছে। অভিজ্ঞ প্রশিক্ষক ছাড়া নেট দেখে যোগা না শেখাই ভালো!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2021 5:39 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Yoga Myths: যোগব্যায়াম সংক্রান্ত এই ভ্রান্ত ধারণা এবার ঝেড়ে ফেলুন মন থেকে, তাহলেই পাবেন সুফল