Ideal Age for Pregnancy: প্রেগন্যান্সির আদর্শ বয়স রয়েছে? রইল আয়ুর্বেদিক স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Ideal Age for Pregnancy: প্ল্যানিংয়ের আগে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। মানসিক চাপ থেকেও দূরে থাকা উচিত। এতেই মাতৃত্বের সফর অনেক সুন্দর এবং মসৃণ হয়ে উঠবে।
বেঙ্গালুরু: জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল প্রেগনেন্সি। সমস্ত দিক দেখে নিয়েই মূলত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পরিকল্পনা করা উচিত। অনেকেই আবার পরামর্শ দিয়ে থাকেন যে, বয়স থাকতে থাকতেই সন্তান নিয়ে নিতে হবে। কিন্তু সন্তান নেওয়ার কি কোনও আদর্শ বয়স আছে? সেই প্রশ্নেরই জবাব দিচ্ছেন আয়ুর্বেদিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রেশমা।
তাঁর বক্তব্য, সন্তান পরিকল্পনা কিংবা সন্তানধারণের আদর্শ বয়স হবে ২১ বছর থেকে ৩৫ বছর। তবে এর মানে এই নয় যে, ৩৫ বছর বয়সের পরে কোনও মহিলা সন্তানধারণ করতে পারবেন না। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, বহু মহিলাই আজকালকার দিনে ৩৫ পেরোনোর পরেই সন্তান পরিকল্পনা করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে মাতৃত্বের সফরটা সহজ হয় না।
advertisement

advertisement
আসলে স্বামী-স্ত্রীর বয়স বাড়ে, তার সঙ্গে বাড়ে মানসিক চাপ এবং উত্তেজনাও। আর কয়েক মাসের মধ্যে ইতিবাচক ফল না-আসার ফলে আরওই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। আর কোনও উপায় না-দেখেই ফার্টিলিটি ট্রিটমেন্টের কৃত্রিম ধরন বেছে নিতে বাধ্য হন। এর মধ্যে অন্যতম হল ফলিকিউলার স্টিমুলেশন, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন ইত্যাদি।
advertisement
৩৫ বছর বয়স পেরোনোর পরে সন্তানধারণের ক্ষেত্রে আরও একটা সমস্যা থাকে। সেটা হল ফার্টিলিটি ইনডেক্স। আসলে মহিলাদের বয়স বৃদ্ধির ফলে ওভ্যুলেশনের জন্য প্রাপ্ত ফলিকলের সংখ্যা কমে যায়। যার ফলে সঠিক ওভ্যুলেশন হয় না এবং ডিম্বাণুর গুণমান কমে যায়। এর জেরে স্ত্রী হরমোনগুলি পর্যাপ্ত ভাবে তৈরি হয় না। যার ফলে ইউটেরাইন লাইনিংয়ে আরও সমস্যা দেখা যায়।
advertisement
বেশি বয়সে সন্তানধারণ করলে আরও নানা সমস্যা আসে। তার মধ্যে অন্যতম হল আর্লি ট্রাইমেস্টার মিসক্যারেজ, প্রেগনেন্সি এবং হাইপারটেনশন, ডায়াবেটিস, লো-ফিটাল ওয়েট, গ্রোথ রিটার্ডেশন, ক্রোমোজোমাল এবং কনজেনিটাল সমস্যা, প্রিটার্ন বার্থ, সন্তানের জন্মের সময় ঝুঁকি ইত্যাদি।
আরও পড়ুন: একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন? হাঁটতে অসুবিধা? হার্টের বড় অসুখ বাসা বাঁধল! চিকিৎসকদের পরামর্শ জানুন
advertisement
এই সব বিষয় মাথায় রেখেই বলা হয় যে, পঁচিশ বছর থেকে তিরিশের কোঠায় থাকতে থাকতেই সন্তান পরিকল্পনা ছকে ফেলা উচিত দম্পতিদের। আর প্ল্যানিংয়ের আগে কিন্তু তাঁদের শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। মানসিক চাপ থেকেও দূরে থাকা উচিত। এতেই মাতৃত্বের সফর অনেক সুন্দর এবং মসৃণ হয়ে উঠবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 11:44 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ideal Age for Pregnancy: প্রেগন্যান্সির আদর্শ বয়স রয়েছে? রইল আয়ুর্বেদিক স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ