Health Tips: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি

Last Updated:

Health Tips: স্বাস্থ্যের পক্ষে সাবুদানা ক্ষতিকর কেন? কারণ জানলে অবাক হয়ে যাবেন।

সাবুদানা
সাবুদানা
কলকাতা: পেট খারাপে সাবু, জ্বর হলে সাবু, উপোস ভাঙতে সাবু। ঘরে ঘরে সাবুদানার কত ব্যবহার। কিন্তু এই সাবু নাকি শরীরের পক্ষে ক্ষতিকারক। এমনই দাবি বিশেষজ্ঞ, চিকিৎসক থেকে লেখকের। সাবুর খিচুরি থেকে সাবু দিয়ে নানা ধরনের স্ন্যাকস খাওয়ারও চল রয়েছে বাড়িতে। সবাই এটাই জানেন যে, এটি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য।
কিন্তু সত্যিই কি তাই? মশালা ল্যাব: দ্য সায়েন্স অফ ইন্ডিয়ান কুকিং বইয়ের লেখক এই তথ্য একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘আপনি উপোস করলে, সেটি ভাঙতে কার্বোহাইড্রেটের এই বোমা খাওয়ার তাও কোনও যুক্তি থাকতে পারে। আর এটি একেবারেই ভারতীয় ঘরে ঐতিহ্যশালী নয়। এটি পূর্ব বা দক্ষিণ-পূর্ব এশিয়াতে উৎপত্তি হয়েছে’।
advertisement
advertisement
আরও পড়়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
পুষ্টিবিদ ও আইথ্রাইভের সিইও প্রতিষ্ঠাতা মুগ্ধা প্রধান বলেছেন, ‘সাবুদানা মাড়জাতীয় পদার্থে ভর্তি। সাগো বা কাসাভা গাছ থেকে এটি তৈরি হয়। রিফাইন করে এটি তৈরি হয়। এতে শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ে।’ এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ওবেসিটি ও হার্টের রোগীদের পক্ষেও এটি অস্বাস্থ্যকর বলে দাবি করেছেন তিনি। উপোসের পরও এটি খাওয়া খুবই ক্ষতিকারক বলে দাবি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
advertisement

View this post on Instagram

A post shared by Krish Ashok (@_masalalab)

advertisement
আরও পড়ুন: কোল্ড ড্রিংকস দিয়ে চুল ধুয়েছিলেন এই মহিলা, তারপর যা হল ভাবতে পারবেন না!
ডায়াবেটিস রোগীদের জন্য সাবুদানা ক্ষতিকর কেন?
সাবুদানায় প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালসিয়াম পাওয়া যায়। এটিও শরীরে শক্তি যোগায়। কিন্তু এসব গুণে পরিপূর্ণ হওয়ার পরও ডায়াবেটিস রোগীদের বেশি পরিমাণে সাবু খেতে নিষেধ করা হয়। আসলে, ট্যাপিওকা মূল থেকে স্টার্চ প্রক্রিয়াজাত করা হয় এবং ছোট স্বচ্ছ বল তৈরি করা হয়, যাকে সাবু বলা হয়। আলু ও সাদা ভাতের মতো মাড়যুক্ত খাবার যেমন ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর, তেমনি সাবুও ডায়াবেটিস রোগীদের জন্য বিষ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement