Brain Stroke: সাবধানতা অবলম্বন না করলে স্ট্রোকের কারণে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে! বিশদে জানুন এই রোগ সম্পর্কে

Last Updated:

All You Should Know About Brain Stroke: এতে মস্তিষ্কের ক্ষতি তো হয়ই, এমনকী মস্তিষ্কের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে ঝুঁকির বিষয়গুলোকে প্রতিরোধ করে, জীবনযাত্রার মান বদলে কিন্তু এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সাবধানতা অবলম্বন না করলে স্ট্রোকের কারণে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে
সাবধানতা অবলম্বন না করলে স্ট্রোকের কারণে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে
কলকাতা: যে কোনও মানুষেরই স্ট্রোক হতে পারে। আর এটা জীবন পুরোপুরি বদলে দেয়। কারণ স্ট্রোককে কখনও কখনও ব্রেন অ্যাটাকও বলে ডাকা হয়। মূলত মস্তিষ্কের রক্তবাহী নালী অবরুদ্ধ হলে কিংবা তা ফেটে গেলেই স্ট্রোক হয়। এতে মস্তিষ্কের ক্ষতি তো হয়ই, এমনকী মস্তিষ্কের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে ঝুঁকির বিষয়গুলোকে প্রতিরোধ করে, জীবনযাত্রার মান বদলে কিন্তু এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই বিষয় বিশদে জানাচ্ছেন ডা. সনিয়া তাম্বে, এমডি, ডিএম (নিউরোলজি), কনসালট্যান্ট নিউরোলজিস্ট অ্যান্ড এপিলেপটোলজিস্ট কাবেরী হাসপাতাল ৷
স্ট্রোকের ধরন:
ইস্কেমিক স্ট্রোক:
advertisement
যে রক্তবাহী নালী মস্তিষ্কে রক্ত সরবরাহ করে, সেই রক্তনালী অবরুদ্ধ হয়ে পড়লে মস্তিষ্কের একটা অংশের মৃ্ত্যু ঘটে। এটাই ইস্কেমিক স্ট্রোক।
হেমোরেজিক স্ট্রোক:
রক্তবাহী নালী ফেটে গেলে মস্তিষ্কের টিস্যুতে রক্তক্ষরণ শুরু হয় এবং সেই টিস্যু নষ্ট হয়ে যায়। এই অবস্থাকেই হেমোরেজিক স্ট্রোক বলে।
advertisement
আরও এক অবস্থা রয়েছে। যাকে ট্রান্সিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (টিআইএ) বলা হয়। এক্ষেত্রে উপসর্গ শুরু হওয়ার পর তা নিজে থেকেই কমতে শুরু করে। প্রধান স্ট্রোক হওয়ার কয়েক দিন এমনকী কয়েক সপ্তাহ আগে এটা হতে পারে। ফলে এটা ভবিষ্যতের স্ট্রোকের লক্ষণ হতে পারে। এটা প্রতিরোধ করলে বড়সড় স্ট্রোকের ঝুঁকি কমিয়ে ফেলা সম্ভব।
advertisement
স্ট্রোকের সময় কী হয়?
মস্তিষ্কে অবিরাম অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সরবরাহের প্রয়োজন হয়। ব্লকড অথবা ফেটে যাওয়া রক্তনালীর কারণে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ফলে কয়েক মিনিটের মধ্যে নিউরোনের মৃত্যু ঘটে। মস্তিষ্কের প্রতিটি অর্ধাংশ দেহের বিপরীত অর্ধাংশকে নিয়ন্ত্রণ করে। ডান পাশের মস্তিষ্কে স্ট্রোক হলে দেহের বাম পাশে সমস্যা দেখা দেয়। আবার বাম পাশের মস্তিষ্কে স্ট্রোক হলে দেহের ডান পাশে সমস্যা দেখা দেবে।
advertisement
ঝুঁকির বিষয়গুলি কী কী?
ঝুঁকির বিষয়গুলি সাধারণত দুই রকম- পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্য।
পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর: উচ্চ রক্তচাপ (> ১৪০/৯০), ডায়াবেটিস মেলিটাস, ঘুমে ঘাটতি, স্ট্রেস, ওবেসিটি, ধূমপানের অভ্যেস, হাই-প্লাজমা লিপিড, এক্সারসাইজের অভাব, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলস, হৃদরোগ, অস্বাভাবিক হৃদস্পন্দন।
অপরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর: বয়স বৃদ্ধি, পুরুষ, এথনিসিটি - আফ্রিকান আমেরিকান, স্ট্রোকের ইতিহাস, স্ট্রোকের ক্ষেত্রে জেনেটিক ঝুঁকি।
advertisement
স্ট্রোকের উপসর্গ:
মুখ, হাত অথবা পা এমনকী দেহের এক পাশে দুর্বলতা বা অসাড় ভাব।
কথা বলতে কিংবা বুঝতে সমস্যা।
দৃষ্টিশক্তির সমস্যা, যেমন - একটি কিংবা দুটি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া অথবা দৃষ্টিহীনতা।
advertisement
নড়াচড়ায় সমস্যা কিংবা হাঁটাচলায় অসুবিধা।
অচৈতন্য হয়ে পড়া কিংবা খিঁচুনি।
অজানা কারণে মারাত্মক মাথা যন্ত্রণা, বিশেষ করে আচমকা সেটা শুরু হওয়া।
স্ট্রোকের চিকিৎসা:
স্ট্রোক সন্দেহ করলে মস্তিষ্কের সিটি স্ক্যান কিংবা এমআরআই আবশ্যক। এর পর স্ট্রোকের ধরন নির্ণয় করতে হবে।
মেডিক্যাল:
উপসর্গ প্রকাশ্যে আসার সাড়ে চার ঘণ্টার মধ্যে যদি রোগীকে হাসপাতালে আনা হয়, তাহলে জমাট বাঁধা রক্ত তরল করে রক্ত সরবরাহ ফের সচল করার জন্য টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইঞ্জেকশন দিতে হবে। শুধুমাত্র ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়।
advertisement
সার্জিক্যাল অথবা ইন্টারভেনশনাল:
বড় রক্তনালী অবরুদ্ধ হয়ে গেলে মেকানিক্যাল থ্রম্বেক্টোমি করাতে হবে। এভাবে রক্তনালীকে সচল করতে ব্লাড ক্লট সরিয়ে ফেলা যায়। উপসর্গ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই এটা করাতে হয়।
রিহ্যাবিলিটেশন:
যে রোগীদের স্নায়বিক ঘাটতি রয়ে যায়, তাঁদের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। যার মধ্যে অন্যতম হল ফিজিওথেরাপি, ব্যালেন্স থেরাপি, স্পিচ থেরাপি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Brain Stroke: সাবধানতা অবলম্বন না করলে স্ট্রোকের কারণে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে! বিশদে জানুন এই রোগ সম্পর্কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement