মেষ রাশি-জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির উর্ধ্বমুখী ঘরে বুধের গোচর ঘটতে চলেছে। এর ফলে সাহস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বিভিন্ন মানুষের সঙ্গে মতামত বিনিময় হবে। এই সময়টা ব্যাঙ্কিং এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এমনকী মেষ রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধাও পেতে পারেন। আবার চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও এই সময়টা খুবই বিশেষ। এতে সম্পূর্ণ সাফল্য আসবে।
কর্কট রাশি- কর্কট রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছেন বুধ। একে কর্মের ঘর হিসেবেও গণ্য করা হয়ে থাকে। বুধের প্রভাবে এই রাশির জাতক-জাতিকারা ভাল ফল লাভ করতে চলেছেন। আবার কর্মক্ষেত্রে কাজের প্রশংসাও হবে। শুধু তা-ই নয়, হাতে আসবে নতুন দায়িত্বও। এমনকী পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও পাবেন এঁরা। সর্বোপরি এই সময়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের মায়ের স্বাস্থ্যও ভাল থাকবে।
কুম্ভ রাশি- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন বুধ। একে আবার শক্তি বা পরাক্রমের ঘর বলে গণ্য করা হয়। এই সময়ে ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। যা এই রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী বলে প্রমাণিত হবে। এর পাশাপাশি যে-হেতু কুম্ভ রাশির ভাগ্যের ঘরে বুধের দৃষ্টি রয়েছে, ফলে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্যও এই বুধ গোচরের সময়টা অত্যন্ত শুভ হবে। অন্য দিকে আবার যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টা খুবই অনুকূল। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)