চিকুনগুনিয়া হলে এই কয়েকটি ঘরোয়া খাবার নিয়মিত খান, ফলাফল পান হাতেনাতে

Last Updated:

যদি কারও চিকুনগুনিয়া হয়ে থাকে তাঁকেও এই খাবারগুলি খেতে দিন ৷ শীঘ্রই ওই রোগী ভাল হয়ে উঠবেন ৷

#কলকাতা: মশার কামড়ের ফলে চারিদিকেই এখন ডেঙ্গি, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ায় আঁতুরঘর ৷ এই অসুখগুলো থেকে নিস্তার পেতে অবশ্যই বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলুন ৷ কয়েকটি ঘরোয়া খাবার রাখুন আপনার মেনুতে ৷ তাতেই ফল পাবেন একেবারে হাতেনাতে ৷
যদি কারও চিকুনগুনিয়া হয়ে থাকে তাঁকেও এই খাবারগুলি খেতে দিন ৷ শীঘ্রই ওই রোগী ভাল হয়ে উঠবেন ৷
• নিম পাতা: অ্যান্টিবায়োটিক উপাদানে ভয়পুর থাকে নিম ৷ চিকুনগুনিয়া হলে ওই নিম পাতা খাওয়া খুবই উপকারী ৷ এতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় ৷
advertisement
• দুগ্ধজাত দ্রব্য: চিকুনগুনিয়া হলে অবশ্যই দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়া উচিত ৷ খুব শীঘ্রই রোগমুক্তি ঘটে এতে ৷
advertisement
• মিষ্টি: প্রতিটি খাওয়ার পরে একটু করে মিষ্টি খাওয়া উচিত চিকুনগুনিয়া রোগীদের ৷ চকোলেটে প্রচুর গ্ল‌ুকোজ থাকে ৷ যা এনার্জি দেয় ৷ এই সময় ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে ৷ তাই মিষ্টি খেলে সেই হারানো শক্তি ফিরে পাওয়া সম্ভব ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চিকুনগুনিয়া হলে এই কয়েকটি ঘরোয়া খাবার নিয়মিত খান, ফলাফল পান হাতেনাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement