Holi 2023: চোখে রং ঢুকলেই ভয়ঙ্কর, কীভাবে দৃষ্টিশক্তি বাঁচিয়ে দোল খেলবেন, জানুন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:

Holi 2023: রং খেলার আগে চোখ তথা দৃষ্টিশক্তি অক্ষত রাখতে কী কী সতর্কতা নেবেন, সে বিষয়ে জেনে নিন

চোখে রং ঢুকে গেলে তা অত্যন্ত বিপজ্জনক
চোখে রং ঢুকে গেলে তা অত্যন্ত বিপজ্জনক
আগে দোলপূর্ণিমায় যে রঙে রং খেলা হত, তাতে প্রাকৃতিক উপাদান বেশি পরিমাণে থাকত। কিন্তু যত দিন এগিয়েছে, তত আবির ও রঙে প্রাকৃতিক উপাদানের বদলে বেড়েছে রাসায়নিক উপকরণ। ফলে শরীরের বিভিন্ন অংশে ক্ষতির আশঙ্কা বেড়েছে। চোখে রং ঢুকে গেলে তা অত্যন্ত বিপজ্জনক। রং খেলার আগে চোখ তথা দৃষ্টিশক্তি অক্ষত রাখতে কী কী সতর্কতা নেবেন, সে বিষয়ে জেনে নিন চক্ষু বিশেষজ্ঞ তথা দিশা আই হাসপাতালের কনসালট্যান্ট সোহম বসাকের পরামর্শ।
# দোল খেলার সময় সবসময় রোদচশমা পরে থাকুন।
# চোখের চারপাশে কোনও সময় রং লাগাবেন না।
advertisement
# চুল শক্ত করে বেঁধে মাথায় টুপি পরে রং খেলুন। তাহলে চুল থেকে রং গড়িয়ে চোখে ঢুকতে পারবে না।
আরও পড়ুন :  দোলের আনন্দে গা ভাসিয়ে রং খেলার সময় কোন কথাগুলো ভুললেই বিপদ, জানুন চিকিৎসকের মত
# চোখে রং ঢুকলে কখনওই ঘষবেন না। এতে জ্বলুনি বাড়বে, চোখের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে।
advertisement
# চোখের চারপাশে নারকেল তেল লাগিয়ে নিন। তার পর রং খেলতে যান। তাহলে চোখে রং ঢুকে গেলেও সহজে বেরিয়ে যাবে।
চক্ষু বিশেষজ্ঞ সোহম বসাক চক্ষু বিশেষজ্ঞ সোহম বসাক
# বাচ্চাদের রং খেলতে দিয়ে নিজেরা বন্ধুবান্ধবদের সঙ্গে রং খেলায় বিভোর হয়ে যাবেন না। বাচ্চাদের উপর সব সময় নজর রাখুন।
advertisement
# যদি চোখে রং ঢুকে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন :  ত্বকের ক্ষতি না করে কীভাবে র‌ঙিন হবেন দোলে, জানুন বিশেষজ্ঞ চিকি‌ৎসকের পরামর্শ
# এত সাবধানতা সত্ত্বেও চোখে কোনওভাবে রং ঢুকে গেলে সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
# ডাক্তারের পরামর্শ ছাড়া কোনওভাবেই কোনও আইড্রপ ব্যবহার করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2023: চোখে রং ঢুকলেই ভয়ঙ্কর, কীভাবে দৃষ্টিশক্তি বাঁচিয়ে দোল খেলবেন, জানুন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement