Exercises During Pregnancy: প্রসবের ব্যথা কমাতে গর্ভবতী অবস্থায় এই ৫টি অনুশীলন অবশ্যই করুন

Last Updated:

Exercises During Pregnancy: শরীরচর্চা করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। কী ধরনের শরীরচর্চা এক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য উপযুক্ত হবে?

গর্ভাবস্থায় প্রত্যেক মায়েরই সচেতন থাকা উচিত। গর্ভাবস্থায় শরীরচর্চা মা এবং শিশু দুজনকেই সুস্থ রাখে। নিয়মিত শরীরচর্চা শরীরের পেশি এবং লিগামেন্টকে নমনীয় করে তোলে এতে প্রসবের বেদনা অনেকাংশে কম হয়। তবে শরীরচর্চা করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। কী ধরনের শরীরচর্চা এক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য উপযুক্ত হবে আসুন বিস্তারিতভাবে জেনে নিই।
ব্লাটারফাই স্ট্রেচ (Butterfly Stretch)
এই ধরনের অনুশীলন আমাদের মেরুদন্ড, উরু ও পেলভিসের পেশীগুলিকে সক্রিয় করে তোলে। এটি আমাদের পেলভিসের অর্থাৎ কোমর এবং থাইয়ের জয়েন্টকে মজবুত করে স্থিতিস্থাপক অবস্থায় নিয়ে আসে। ফলে ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং প্রসবের ক্ষেত্রে সহায়তা করে।
পদ্ধতি:
advertisement
মেঝেতে শরীর সোজা করে এবং পা জোড়া অবস্থায় রেখে আরাম করে হাটুর ওপর বসতে হবে। কনুইয়ের ওপর ভর দিয়ে হাটুকে যথা সম্ভব প্রসারিত করতে হবে। তবে মনে রাখতে হবে হাটুকে খুব দ্রুত ওপরে-নীচে নামানো যাবে না। এভাবে ১০ সেকেন্ড ধরে রেখে বিশ্রাম নিয়ে ৫/১০ বার ব্যায়ামটি করতে হবে।
advertisement
কেগেল এক্সারসাইজ (Kegel Exercises)
এই অনুশীলন অতিরিক্ত প্রস্রবণ, বেশি বয়েসে গর্ভধারণের মতো সমস্যায় সহায়তা করে।
পদ্ধতি:
এক্ষেত্রে প্রথমে পেট, উরু বা নিতম্বের পেশীগুলিকে খুব বেশি সম্প্রসারণ না করে প্রস্রাবের প্রবাহ বন্ধ করার চেষ্টা করতে হবে। সফলভাবে প্রস্রাবের প্রবাহ বন্ধ করতে পারলে বুঝতে হবে আপনি প্লিভিক ফ্লোর মাসলে্‌র সহায়তায় জড়ায়ু, মূত্রাশয় ইত্যাদি অঙ্গগুলিকে নমনীয় করতে পারছেন। এক্ষেত্রে একেকবারে ১৫ সেকেন্ড ধরে রেখে এবং ১০ বার পুনরাবৃত্তি করতে হবে।
advertisement
পেল্ভিক টিল্ট (Pelvic Tilt)
পেল্ভিক টিল্ট আমাদের উদরের পেশীগুলিকে উত্তেজিত ও সক্রিয় করে। এতে প্রসবের সময় পিঠের ব্যথা কম হয়।
পদ্ধতি:
প্রথমে হাত এবং হাটুর সাহায্যে আরামদায়ক অবস্থানে বসতে হবে, মাথাকে সোজাভাবে শরীরের সমান্তরালে রাখুন। এরপর পেটের অংশ টানটান রেখে পিঠকে সোজা করতে চেষ্টা করতে হবে। কয়েক সেকেন্ডের জন্য এই অবস্থানটি ধরে রেখে তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অন্তত ৫ বার করতে হবে।
advertisement
স্কোয়াটিং (Squatting)
স্কোয়াটিং প্রসবের স্থানের সম্প্রসারনে সহায়তা করে।
পদ্ধতি:
এক্ষেত্রে দেওয়ালে সঙ্গে পেছন দিয়ে দাঁড়াতে হবে। তারপর পা কাঁধের প্রস্থের বরাবর প্রাচীর থেকে দূরে রেখে স্কোয়াটিং পজিশনে রেখে ধীরে ধীরে বসতে হবে। ১০ সেকেন্ড এই অবস্থানে থেকে আবার দেওয়াল ধরে ধীরে ধীরে দাঁড়াতে হবে। এটি ৫-১০ বার করতে পারলে ভালো।
শ্বাস-প্রশ্বাসের অনুশীলন (Breathing Exercise)
অনেকটা সময় ধরে শ্বাস-প্রশ্বাসের নেওয়ার অভ্যাস করতে পারলে ভালো। এতে ডেলিভারির সময় ব্যথা থেকে খানিক উপশম পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Exercises During Pregnancy: প্রসবের ব্যথা কমাতে গর্ভবতী অবস্থায় এই ৫টি অনুশীলন অবশ্যই করুন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement