Paneer Soup Recipe|| করোনার হাত থেকে বাঁচতে অব্যর্থ, বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজ-পনির স্যুপ, রইল রেসিপি...

Last Updated:

Vegetable creamy paneer soup: বাড়িতেই সহজলভ্য, ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যাবে ভেজ-পনির স্যুপ।

#কলকাতা: কোভিড অতিমারীর প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলল। সম্প্রতি কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের আশেপাশের অনেক পরিচিত মানুষকেই কেড়ে নিয়েছে। তাই এই মুহূর্তে কোভিডের বিরুদ্ধে সুস্থ থাকা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাই আমাদের সবচেয়ে প্রাথমিক লড়াই। ডাক্তাররা বারে বারেই বলছেন কোভিড ভাইরাস প্রতিরোধে প্রতিদিনের খাদ্য তালিকায় অধিক জিঙ্ক ও ভিটামিন সি যুক্ত শাক-সবজি, ফল ইত্যাদি রাখতে।
সম্প্রতি ডায়েটিশিয়ান শ্রেয়সী ভাওয়াল (Shreyasi Bhowal) ভেজিটেবল পনির স্যুপের রেসিপি শেয়ার করেছেন, যাতে রয়েছে ভরপুর ভিটামিন সি ও জিঙ্ক। এটি আমাদের ইমিউন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বাড়িতেই সহজলভ্য, ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যাবে এই রেসিপি। আর যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন না, তারা পনিরের বদলে অনায়াসেই চিকেন ব্যবহার করে নন-ভেজিটেবল স্যুপ বানাতে পারেন।
advertisement
ভেজিটেবল পনির স্যুপ বানানোর উপকরণ:
১ বাটি টুকরো করে কাটা গাজর
advertisement
১ বাটি টুকরো করে কাটা বিটরুট
১ বাটি টুকরো করে কাটা টম্যাটো
৩-৪ কোয়া রসুন বাটা
অর্ধেক চামচ মিক্সড হার্বস
অর্ধেক পরিমাণ লেবুর রস
ভেজিটেবল পনির স্যুপ বানানোর পদ্ধতি:
প্রথমে টুকরো করে রাখা গাজর, টম্যাটো, বিটরুট প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এর পর ওই সেদ্ধ করে রাখা সবজির একটা মিহি পেস্ট বানাতে হবে। একটা নন-স্টিক প্যানে এক চামচ অলিভ অয়েল দিয়ে বেটে রাখা রসুন ফোঁড়ন দিতে হবে। হালকা ভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেস্ট করে রাখা সবজি ওর মধ্যে ঢেলে দিতে হবে। এর পর স্যুপের ঘনত্ব বজায় রাখতে পরিমাণ অনুসারে জল দিয়ে তার সঙ্গে মিক্সড হার্বস মিশিয়ে দিতে হবে। সবশেষে টুকরো করে রাখা পনির এবং সামান্য লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি ভেজিটেবল পনির স্যুপ।
advertisement
ভেজিটেবল পনির স্যুপের উপকারিতা:
এই স্যুপে থাকা ভেজিটেবলে রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি যা ইমিউনিটি বাড়াতে সহায়তা করে। শুধু তাই নয় গাজর, টম্যাটো এবং বিটরুটে থাকা ভিটামিন এ, পটাশিয়াম, এবং ভিটামিন সি আমাদের শরীরে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোভিড পজেটিভ রোগীদের ক্ষেত্রে পরবর্তী সময়ে শরীরে প্রোটিনের প্রয়োজন হয়। পনিরের মধ্যে থাকা হাই প্রোটিন সেই অভাব পূরণ করবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paneer Soup Recipe|| করোনার হাত থেকে বাঁচতে অব্যর্থ, বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজ-পনির স্যুপ, রইল রেসিপি...
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement