Betel Leaves : ডায়াবেটিস থেকে ইউরিক অ্যাসিড সব সমস্যার সমাধান পান! কমায় দাঁতের ব্যাথাও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Betel Leaves : পান তো অনেকেই খান, তবে বেশির ভাগ মানুষই পাণকেই কেবল মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করেন। কিন্তু জানলে অবাক হবে এই পাতা নানা গুণে ভরা।
পান তো অনেকেই খান, তবে বেশির ভাগ মানুষই পাণকেই কেবল মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করেন। কিন্তু জানলে অবাক হবে এই পাতা নানা গুণে ভরা। পান একটি প্রাচীন আয়ুর্বেদিক ভেষজ। কানপুরের ইউএইচএম জেলা হাসপাতালের আয়ুর্বেদাচার্য চিকিৎসক বিভা ভার্মার পানের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন।
পান পাতায় ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড এবং ফিনাইলের মতো অনেক পুষ্টি উপাদান থাকে, যা শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচায়।এই পাতা চিবিয়ে খেলে শরীরের ব্যথা ও ইউরিক অ্যাসিড কমে। শরীরে বাড়তে থাকা ইউরিক অ্যাসিড কমাতে পান খুবই কার্যকরী। চাইলে এই পাতার শরবত বানিয়েও খাওয়া যেতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন : পয়লা বৈশাখ মানেই ঠাকুরমা, গনেশের মুখ আঁকা ক্যালেন্ডার আর গাজনের মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতি: ঊষসী
শুধু ইউরিক অ্যাসিডই নয় পেট সংক্রান্ত নানা সমস্যায় পানের জুড়ি মেলা ভার। পান পাতা হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তাছাড়া আলসারের মতো রোগ সারাতেও এই পাতা খুবই উপকারী।
advertisement
পান চিবিয়ে খেলে দাঁতের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। তবে এটি খাওয়ার আগে মনে রাখতে হবে সুপারি, তামাক, চুন ইত্যাদি যেন না থাকে। পান চিবিয়ে খেলে মাড়ির ফোলার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পান কার্যকরী। এই পাতায় উপস্থিত উপাদানগুলি শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয়। এ ছাড়া ঠাণ্ডা, অ্যালার্জি, মাথাব্যথা থেকেও মুক্তি দিতে পারে পান।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 6:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Betel Leaves : ডায়াবেটিস থেকে ইউরিক অ্যাসিড সব সমস্যার সমাধান পান! কমায় দাঁতের ব্যাথাও