Healthy Living: প্রেগন্যান্ট হতে সমস্যা হচ্ছে? ঘরেই করুন এই কাজ, ফল মিলছে হাতেনাতে

Last Updated:

Yoga: মহিলাদের উপর ফিটনেস ট্রেনিং এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শারীরিক এবং স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি মানসিক উন্নতি দেখা যায় অত্যন্ত বেশি, এমনটাই বলছেন ফিটনেস ফ্রেনার তানিয়া ঘোষাল দাশগুপ্ত।

+
News18

News18

বাঁকুড়া: “যোগ ব্যায়ামের মাধ্যমে এসেছে প্রেগন্যান্সিতে সফলতা” এমন কথা বললেন বাঁকুড়ার একজন ফিটনেস ট্রেনার তানিয়া ঘোষাল দাশগুপ্ত। শরীরচর্চার মাধ্যমে মহিলারা খুঁজে পাচ্ছেন কনফিডেন্স। গোটা জেলায় দেখা যাচ্ছে এই ছবি। হঠাৎ করে বাঁকুড়া জেলায় যেন মহিলাদের শরীরচর্চার প্রতি বেড়েছে আগ্রহ। সে জেলা সদর হোক! অথবা প্রত্যন্ত জঙ্গলমহল।
মহিলারা করছেন জুম্বা, যোগা এবং বিভিন্ন ধরনের শরীরচর্চা। বাঁকুড়া সদর থেকে বহুদূরে খাতড়া মহকুমায় ৫০ জন মহিলা খুঁজে পাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া কনফিডেন্স। যোগব্যায়াম এবং জুম্বার মাধ্যমে কেউ করছেন ওয়েট লস আবার কেউ করছেন ওয়েট গেইন।
তানিয়ার হাত ধরে কেউ কেউ পেয়েছেন প্রেগন্যান্সিতে সফলতা, এমনটাই দাবি করছেন ফিটনেস ট্রেনার নিজে। ফিটনেস টুগেদার ইনস্টিটিউশনের তরফে মহিলাদের শরীরচর্চা চলছে। অনেকেই উপকার পাচ্ছেন। শুধুমাত্র মহিলা পরিচালিত। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ৫০ জন মহিলা এই মুহূর্তে শরীর চর্চা করছেন।
advertisement
advertisement
মহিলাদের উপর ফিটনেস ট্রেনিং এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শারীরিক এবং স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি মানসিক উন্নতি দেখা যায় অত্যন্ত বেশি, এমনটাই বলছেন ফিটনেস ফ্রেনার তানিয়া ঘোষাল দাশগুপ্ত। শরীরচর্চার মাধ্যমে বাঁকুড়া শহরের বাইরেও প্রান্তিক এলাকা গুলিতে মহিলারা শরীরচর্চার দিকে মন দিচ্ছেন। এটি ভবিষ্যতের জন্য খুব স্বাস্থ্যকর বলে মনে করছেন বাঁকুড়ার মানুষ৷
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Living: প্রেগন্যান্ট হতে সমস্যা হচ্ছে? ঘরেই করুন এই কাজ, ফল মিলছে হাতেনাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement