PCOS-এর জন্য চুল পড়ে যাওয়া মহিলাদের একটি বড় সমস্যা ! এর সমাধান কী ভাবে ?

Last Updated:

পিসিওএস হলে অনিয়মিত পিরিয়ড, হাইপারটেনশন, শরীর বা মুখে বাড়তি রোম, অ্যাকনে এবং চুল পড়া- এই লক্ষণগুলি দেখা যায়।

#কলকাতা: পলিসিস্টিক ওভারি ডিজিজ (PCOD) হল এমন একটি সাধারণ হরমোনের অসামঞ্জস্য যা ভারতে প্রতি দশ জন মহিলার মধ্যে একজনের হয়ে থাকে। একজন মহিলা যখন জননক্ষম হন তখন এটি দেখা যায় এবং এটি হলে ওভারি বা ডিম্বাশয়ে একাধিক ছোট ছোট সিস্ট দেখা যায়। এর ফলে ডিম্বাশয় ফুলে যায় এবং এক ধরনের তরলের থলি বা ফলিকলস ডিম্বাণুকে ঘিরে থাকে। পিসিওএস হলে অনিয়মিত পিরিয়ড, হাইপারটেনশন, শরীর বা মুখে বাড়তি রোম, অ্যাকনে এবং চুল পড়া- এই লক্ষণগুলি দেখা যায়। সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে এই রোগ দেখা যায়। সুতরাং একে একটি লাইফস্টাইল ডিজিজ বা জীবনযাত্রাজনিত রোগ বলা যেতে পারে। নিয়মিত ব্যায়াম না করলে, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা হলে, ধূমপান করলে, মানসিক চাপ বা পর্যাপ্ত ঘুম না হলে এটি দেখা যায়।
পিসিওএস (Polycystic Ovary Syndrome)-এর কিছু প্রাথমিক লক্ষণই কিন্তু আপনার জন্য রেড অ্যালার্ট। অর্থাৎ আপনাকে তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে এরই মধ্যে যে বিষয়টি উল্লেখযোগ, PCOS-এর জন্য মহিলাদের অতিরিক্ত মাত্রায় চুল পড়তে শুরু করে ৷ যা অবশ্যই যথেষ্ট চিন্তার বিষয় ৷ এই নিয়ে বিখ্যাত কসমেটিক সার্জন ডাঃ দেবরাজ সোম এবং ডার্মেটোলজিস্ট ডাঃ রিঙ্কি কাপুর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তাঁদের মতে, একজন মহিলার কাছে চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ৷ PCOS-এর জন্য হর্মোনাল ইমব্যালেন্স চুলের গ্রোথের উপর ভালমতোই প্রভাব ফেলে ৷ সমীক্ষা বলছে, পিসিওএস-এর সমস্যায় ভুগছেন এমন অন্তত ২০-৩০ শতাংশ মহিলা চুল পড়ার সমস্যাতেও ভোগেন ৷ ডাঃ সোমের মতে, ‘‘ এর মাধ্যমেই ভারতে কসমেটলজির গুরুত্ব বাড়ছে ৷ কারণ সৌন্দর্য্য বিষয়ক অনেক সমস্যাই দূর করতে ভরসা কসমেটলজি ৷’’
advertisement
advertisement
QR678® এবং QR678 Neo® থিরেপি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ৷ ২৫ থেকে ৫০ বছরের ২০ জন মহিলার উপর এই থিরেপি প্রয়োগ করা হয়েছিল ৷ যারা PCOS সমস্যায় ভুগছেন ৷ তিন সপ্তাহে মোট আটটি সেশনে QR678® সলিউশনটি প্রয়োগ করা হয়েছিল মহিলাদের মাথার স্কাল্পে ৷ যাতে ফল মিলেছে হাতেনাতে ৷ আটটি সেশনের পরে অনেকটাই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
PCOS-এর জন্য চুল পড়ে যাওয়া মহিলাদের একটি বড় সমস্যা ! এর সমাধান কী ভাবে ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement