নতুন বছরে পার্টির জন্য তৈরি? এই সব রঙে চুল রাঙালে আকর্ষণ থাকবে আপনার দিকেই

Last Updated:

Hair Color: এখানে পার্টি সিজনের জন্য কিছু চুলের রঙের হদিশ দেওয়া হল।

#নয়াদিল্লি: ‘চার বাজ গ্যয়ে পার্টি আভি বাকি হ্যায়’। মনের মধ্যে এই গানটাই এখন গুনগুন করে বাজছে, তাই না? সামনে নতুন বছর। পার্টি ছাড়া অন্য কিছু ভাবা যায়!
কিন্তু মাথায় রাখতে হবে, পার্টি শুধু পার্টি নয়, ফ্যাশনের মুহূর্তও বটে। নিজস্ব ছাপ তৈরি করার এটাই তো সেরা জায়গা। যে কোনও পার্টিতে নিজেকে অত্যাশ্চর্য ভূমিকায় হাজির করার সবচেয়ে কার্যকরী উপায় হল, রঙিন চুল।
চুলের রঙ মানেই দীর্ঘমেয়াদে থাকবে এমনটা নয়। স্বল্প মেয়াদেও হয়, অস্থায়ী চুলের রঙ। আজ করে কাল ধুয়ে ফেলা যায়। ২০২৩ সালে এই ধরনের চুলের রঙই বাজার কাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
আরও পড়ুন- জল ছাড়া মাত্র ৩ মিনিটে আলু সেদ্ধ করা যায়! এই ৫ পদ্ধতি জেনে নিন
তাঁদের মতে, চুলের রঙের সঙ্গে পোশাকের রঙ ম্যাচিং হওয়া উচিত। আরও একটা কথা মাথায় রাখতে হবে, নারী-পুরুষের জন্য আলাদা চুলের রঙ বলে কিছু হয় না। যেটা মনের মতো হবে সেটাই ধারণ করবে চুল। এখানে পার্টি সিজনের জন্য কিছু চুলের রঙের হদিশ দেওয়া হল।
advertisement
বেগুনি: বেগুনি সর্বকালের সেরা চুলের রঙ। যে কোনও চেহারাকে সহজেই প্রাণবন্ত করে তোলে। কালো আর বেগুনি রঙের কম্বিনেশন হলে তো কথাই নেই। আন্ডারলাইট ফ্যাশনেবল মনে না হলে হাইলাইট করা যায়। এটাও সমান কেতাদুরস্ত।
গাঢ় কমলা: চুলে গাঢ় কমলা রঙের ঝিলিক। পার্টিতে এমন চেহারা যে সবার নজর কাড়বে তাতে কোনও সন্দেহ নেই। উজ্জ্বল আগুনে কমলা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দেবে। তবে গোলাপি বা নীল রঙও বেছে নেওয়া যায়।
advertisement
নিয়ন হলুদ: শুধু ভারত নয়, গোটা বিশ্বেই যে চুলের রঙ আধিপত্য বিস্তার করেছে সেটা নিয়ন হলুদ। পার্টিই যাদের জীবন, তাদের এই রঙ খুব পছন্দের। বোল্ড লুক পাওয়া যায়। যেন সবসময় দুষ্টুমি করছে। নিয়ন, প্ল্যাটিনাম বা সোনালি রঙও যথেষ্ট আকর্ষণীয়। এগুলোও বিশ্বব্যাপী যুবসমাজের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন- বাহুমূলের কালো দাগে অতিষ্ঠ? এই ঘরোয়া টোটকাতেই মুশকিল আসান
কালো: কালো চুল। প্রাকৃতিক এবং নিজস্ব। এর থেকে ভাল আর কিছু হয় না। প্রাকৃতিক চুলের রঙের সঙ্গে কোনও কিছুর তুলনাও চলে না। এর সঙ্গে লাল মেশালে তো কথাই নেই। চুলে আলাদা ফ্লেভার চলে আসে। পার্টি সিজনে তাই কালো চুলের সঙ্গে লাল রঙের ছোঁয়া এক কথায় অনবদ্য।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নতুন বছরে পার্টির জন্য তৈরি? এই সব রঙে চুল রাঙালে আকর্ষণ থাকবে আপনার দিকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement