Early Breakfast : সাতসকালে প্রাতরাশ সারুন, নিঃশব্দে আসা মৃত্যু থেকে দূরে থাকুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
গবেষণায় দাবি, দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ (Early Breakfast) করলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা (Type 2 Diabetes)
জীবনযাপন চর্চার বিভিন্ন আলোচনায় বার বার দিনের প্রথম খাবার বা ব্রেকফাস্টের উপর জোর দেওয়া হয় ৷ বলা হয়, দিনের প্রথম খাবার (Breakfast) খেতে হবে রাজার মতো ৷ তার পর ক্রমশ কমবে খাবারের পরিমাণ ৷ রাতের খাবার বা ডিনার হবে সবথেকে কম ৷ কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই বাস্তবে হয় এর ঠিক উল্টো ৷ এন্ডোক্রাইন সোসাইটির পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে দিনের প্রথম খাবার বা প্রাতরাশ কতটা গুরুত্বপূর্ণ ৷ গবেষণায় দাবি, দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ (Early Breakfast) করলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা (Type 2 Diabetes) ৷
চলতি বছরের মার্চে ‘দ্য এন্ডোক্রিন সোসাইটি’-র কনফারেন্স হয় ৷ ‘এন্ডো ২০২১’ শীর্ষক সেই আলোচনাসভায় গবেষকরা মতপ্রকাশ করেন যে সকালে ঘুম থেকে উঠে দ্রুত প্রাতরাশ সারলে শরীরে শর্করার মাত্রা নিয়্ন্ত্রণে থাকে ৷ ফলে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা কম হয় ৷
আমেরিকার শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অন্যতম গবেষক মরিয়ম আলি জানান, গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ করেছেন, তাঁদের দেহে ব্লাড শুগার ও ইনসুলিন রেজিস্টান্স, দুই-ই কম ৷
advertisement
advertisement
আরও পড়ুন - পুজোয় নতুন জামার সঙ্গে হাঁটু, কনুইয়ে কালো ছোপ কিন্তু বেমানান, ঘরোয়া উপকরণেই সমাধান সমস্যার
স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক গবেষণায় তাঁরা সমীক্ষা চালান ১০, ৫৭৫ জন পূ্র্ণবয়স্ক আমেরিকান নাগরিকের উপর ৷ কিন্তু কত তাড়াতাড়ি করে ফেলতে হবে প্রাতরাশ? সমীক্ষকদের পরামর্শ, সকাল ৮-৩০ টার মধ্যে প্রাতরাশ সেরে ফেলতে হবে ৷ তা হলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কম হবে ৷
advertisement
এর আগে বলা হত, ইন্টারমিটেন্ট ফাস্টিং-য়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় ৷ কিন্তু এন্ডোক্রিনোলজিস্টদের সাম্প্রতিক এই গবেষণায় দাবি, উপবাসের সঙ্গে টাইপ টু ডায়াবেটিস বৃদ্ধি বা কমার সম্পর্ক নেই ৷ কিন্তু সঠিক সময়ে প্রাতরাশের সঙ্গে আছে ৷
আরও পড়ুন-সুষম খাবারে রোগা হওয়ার জন্য ডায়েটে রাখুন পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারগুলি
তাই তাঁদের পরামর্শ, আর্লি টু রাইজ এবং আর্লি টু বেড-এর সেই প্রাচীন বার্তাতেই ৷ কারণ সাইলেন্ট কিলার বা নিঃশব্দ প্রাণঘাতী টাইপ টু ডায়াবেটিস থেকে যায় জীবনভর ৷ এই অসুখে শরীর ইনসুলিনকে সঠিক পথে ব্যবহার করতে পারে না ৷ জলতেষ্টা বেড়ে যাওয়া, খিদে, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ঘনঘন প্রস্রাবের বেগ-এ সবই টাইপ টু ডায়াবেটিস-এর উপসর্গ ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 2:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Early Breakfast : সাতসকালে প্রাতরাশ সারুন, নিঃশব্দে আসা মৃত্যু থেকে দূরে থাকুন