Green Chilli Pickle Recipe: মাত্র দশ মিনিটে বাড়িতেই তৈরি করুন লঙ্কার আচার! জানুন সহজ রেসিপি

Last Updated:

Green Chilli Pickle Recipe: চট জলদি রান্না ঘরের কয়েকটি মশলা দিয়েই বানিয়ে ফেলুন কাঁচা লঙ্কার আচের! জানুন

+
কাঁচালঙ্কার

কাঁচালঙ্কার আচার

হাওড়া: মুখের রুচি ফেরাতে কাঁচা লঙ্কা আচার! রোজকার খাবারে মাছ মাংস বা অন্য কিছু খাবার যখন একঘেঁয়ে হয়ে পরে সেই মুহূর্তে দারুণ কার্যকর হতে পারে সহজ উপায়ে তৈরি কাঁচা লঙ্কার আচার। খাবারের তালিকায় এই লঙ্কার আচার অনেক বেশি সুস্বাদু মনে হবে। এছাড়াও প্রতিদিনের খাবারের পাতে সামান্য আচার বেশ মুখরোচক। দুপুর বা রাতে খাবারের পাতে একটু আচার নেওয়ার অভ্যেস বহু মানুষের। সেই দিক থেকে ঘরোয়া উপায়ে এই আচার সুস্বাদু তেমনি সাশ্রয়ী বলা যেতে পারে। নামমাত্র খরচে খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব। এই নিয়মে তৈরি আচার একবার তৈরি করে বহুদিন রেখে খাওয়া যেতে পারে। বাজারের নামিদামি কোম্পানির আচারকে হার মানাবে এই আচার।
আম লেবু আদা গাজরের আচারের থেকে বেশি সুস্বাদু হবে এই কাঁচা লঙ্কার আচার। টক-ঝাল এবং সুগন্ধি মশলায় জিভে তৃপ্তি জোগাবে এই আচার। এই আচার তৈরিতে বিশেষ কোনও উপকরণের প্রয়োজন হয় না। একদম ঘরোয়া উপায় আর উপকরণ বলতে নাম মাত্র। নিত্যদিনের ব্যবহৃত কিছু মশলা এবং কাঁচা লঙ্কা ও লেবু হলেই যথেষ্ট। ১৫০ থেকে ২০০ গ্রাম কাঁচা লঙ্কার জন্য চারটি লেবু লাগবে। চার চামচ মৌরি, চার চামচ সরষে, দু চামচ জিরে, দু চামচ মেথি, অল্প কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, অল্প কালো জিরে এবং অল্প হিং,বিট লবণ দু চামচ ও ১০০ থেকে ১৫০ গ্রাম সরষের তেল।
advertisement
advertisement
লঙ্কা লম্বা করে কেটে হাওয়ায় জল শুকিয়ে নিতে হবে। এরপর লেবু কেটে রস বের করে রাখুন। অন্যদিকে মৌরি জিরে কালো সরষে এবং মেথি অল্প আঁচে ভেজে গুঁড়ো করে রাখুন। এবার পাত্রে তেল গরম করে ঠান্ডা করুন। ভাজা মশলা গুঁড়ো করার পর। জল ছাড়া কাঁচা লঙ্কার সঙ্গে অল্প হলুদ ভাল করে মিশিয়ে লেবুর রস পরিমাণ মত লবণ সঙ্গে সামান্য হিং কালো জিরে ভাল করে মিশিয়ে সরষের তেল ঢেলে মিশ্রণ করলেই তৈরি কাঁচালঙ্কার আচার।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Green Chilli Pickle Recipe: মাত্র দশ মিনিটে বাড়িতেই তৈরি করুন লঙ্কার আচার! জানুন সহজ রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement