Grandma's Recipe: ৮০ বছরের ঠাকুমার হাতের জাদু,বছরে মাত্র ৬ দিন খোলা এই দোকান, একবার খেলে জিভ চাটবেন গোটা বছর

Last Updated:

৮০ বছরের কমলা দেবীর দোকান বছরে মাত্র ছয় দিন খোলা থাকে এবং এই ছয় দিনেই খাবারের স্বাদ পুরো শহরে ছেয়ে যায়।

News18
News18
রাজস্থান: পশ্চিম রাজস্থানের সীমান্তবর্তী এলাকা থেকে আসা ৮০ বছর বয়সি কমলা দেবীর তৈরি খাবারের স্বাদ আর তারিফ সকলের মুখে মুখে। সবাই তাঁকে দিদিমা বলে ডাকেন এবং সারা বছর ধরে মানুষ তাঁর তৈরি কোফতা এবং মির্চি বড়া খাওয়ার জন্য অপেক্ষা করেন। কারণ, কমলা দেবীর দোকান বছরে মাত্র ছয় দিন খোলা থাকে এবং এই ছয় দিনেই সেই স্বাদ পুরো শহর ছেয়ে যায়।
শ্রাবণ মাসে যখন বারমেরের জসদেসর ধাম ভক্তি ও বিশ্বাসে পরিপূর্ণ হয়, তখন সেখানকার এক কোণে বৃদ্ধা কমলা দেবী সুস্বাদু খাবারে ভরা দোকানটি খোলেন। চারটি সোমবার এবং হরিয়ালি তিজে  এই দোকানটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকে এবং অনেক সময় কমলার নিজের হাতে তৈরি জিনিসপত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। লাল মশলাদার কোফতার সুবাস এবং শুকনো ফলভরা ভরা লঙ্কার বড়ার বিশেষ স্বাদ সকলকেই আকর্ষণ করে।
advertisement
কমলা দেবীর স্বামী একসময় বারমেরে একটি খাবার দোকান চালাতেন। কিন্তু ৩৮ বছর আগে তাঁর মৃত্যুর পর যখন কমলা দেবীর উপর পরিবারের দায়িত্ব এসে পড়ে, তখন তিনি নিজেই কোমর বাঁধেন। প্রায় ৩০ বছর ধরে তিনি মাথায় ঝুড়ি নিয়ে লঙ্কার বড়া এবং কোফতা বিক্রি করতেন। তিনি প্রতিদিন প্রায় ২৫ কিলোমিটার হেঁটে মানুষের কাছে নিজের তৈরি খাবার বিক্রি করতেন। একসময় হাঁটুর ব্যথার জন্য আর খাবার ফেরি করতে পারতেন না, তখন জসদেসর ধামের মহন্ত প্রতাপ পুরী তাঁকে মন্দিরের সামনে একটি দোকান খোলার জন্য জায়গা দেন।
advertisement
advertisement
এখন শ্রাবণের চারটি সোমবার এবং হরিয়ালি তিজের দিনে কমলা দেবী জসদেসর ধামের সামনে তাঁর দোকান দেন। তাঁর দোকানে কোফতা, মিরচি বড়া, কচোরি, ফারালি, আলু পাপড়ি এবং সাগর কোফতার মতো আইটেম পাওয়া যায়। তিনি বলেন, সারা বছরে এই ছয় দিন কঠোর পরিশ্রম করেন। একবার যে তাঁর খাবার খেয়েছে, সে বার বার ফিরে আসবে। কমলার হাতের গুণ এখন আর কেবল খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং কঠোর পরিশ্রম, সংগ্রাম এবং আত্মসম্মানের গল্পে পরিণত হয়েছে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Grandma's Recipe: ৮০ বছরের ঠাকুমার হাতের জাদু,বছরে মাত্র ৬ দিন খোলা এই দোকান, একবার খেলে জিভ চাটবেন গোটা বছর
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement