জঙ্গলমহলেই মিলবে এবার নেপালি স্বাদ! খুকরি থেকে ট্র্যাডিশনাল খাবার, পোশাক থেকে গয়না কী নেই !
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রাকৃতিক আনন্দ ছাড়াই নেপালের সামগ্রিক বিষয়কে অনুভব করতে পারবেন রেল শহরে। নেপালের সেই ভাইভ পাওয়া যাবে এখানে এসে। রেল শহরে যেন এক টুকরো নেপাল।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলে বসেই নেপালি ভাইভ। নেপালি খাওয়া দাওয়া থেকে, নেপালি সংস্কৃতি, খুকরি থেকে নেপালি পোশাক, নেপালের ঝাল ঝাল আচার থেকে বিখ্যাত বিখ্যাত নেপালি জিনিস। ট্রেডিশনাল ফুড থেকে গৃহস্থলীর জিনিস, লঙ্কার আচার থেকে বাঘের দুধ কী নেই এখানে। জঙ্গলমহলে বেশ কয়েকদিন ধরেই নেপালি আনন্দ পেতে চলে আসুন এখানে। টাকা খরচ করে আর নেপাল যাবার প্রয়োজন নেই। এবার হাতের কাছেই নেপাল। মাত্র ১০ টাকা টিকিটে ঘুরে দেখুন গোটা নেপাল।
সঙ্গে পাবেন নেপালিদের নানা অনুষ্ঠান। এবার রেল শহর খড়্গপুরে এক অভিনব নেপালি মেলা, যার পোশাকি নাম গোর্খা মেলা। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। জঙ্গলমহল মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের সালুয়াতে বসবাস একাধিক নেপালি পরিবারের। তবে এই শীতের সন্ধ্যায় প্রতিদিনই সালুয়াতে বসছে নেপালি মেলা। ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলায় ঢুকতে গেলে প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা। তবে ভেতরে ঢুকেই পাওয়া যাবে এক অন্য ধরনের আনন্দ। একাধিক স্টল, প্রতিটি স্টলে নেপালিদের নানা জিনিস। কোথাও নেপালের বিখ্যাত সাবান, কোথাও আচার আবার কোথাও বিভিন্ন ধরনের ও বিভিন্ন সাইজের খুকরি।
advertisement
আরও পড়ুন: নবাবের জেলায় ব্রিটিশদের আগমন! চষে বেড়াচ্ছেন আনাচে-কানাচে, দেখেশুনে মুচকি হাসছেন ব্যবসায়ীরা
শুধু এখানেই নয়, ট্র্যাডিশনাল গয়না থেকে জামা কাপড় ব্যাগ থেকে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। প্রতিটি জিনিসের দাম রয়েছে নাগালের মধ্যে। এখানে মিলছে নেপালের বিখ্যাত খাবার সেলরুটি থেকে ঝাল ঝাল মোমো। প্রতিদিন বিকেল থেকেই বেশ ভাল ভিড় জমছে এখানে। শুধু নেপালি কিংবা সালুয়া এলাকার মানুষজন নয়, দূর দূরান্ত থেকে আসছেন বহু মানুষ।
advertisement
advertisement
হাতে নিয়ে পরখ করে দেখছেন নেপালিদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান জিনিস। চোখে দেখছেন তাদের ট্রেডিশনাল ফুড। স্বাভাবিকভাবে শুধু প্রাকৃতিক আনন্দ ছাড়াই নেপালের সামগ্রিক বিষয়কে অনুভব করতে পারবেন রেল শহরে। নেপালের সেই ভাইভ পাওয়া যাবে এখানে এসে। রেল শহরে যেন এক টুকরো নেপাল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
December 12, 2025 1:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জঙ্গলমহলেই মিলবে এবার নেপালি স্বাদ! খুকরি থেকে ট্র্যাডিশনাল খাবার, পোশাক থেকে গয়না কী নেই !








