সুস্থ থাকতে, রোজ ১টা আমলকী খাওয়া মাস্ট !

Last Updated:

সুস্থ থাকতে, রোজ ১টা আমলকী খাওয়া মাস্ট !

#কলকাতা: 'অ্যান অ্যাপেল আ ডে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে'... শুধু আপেল নয়, আমাদের দেশী, ভীষণ  চেনা ফল আমলকীর ক্ষেত্রেও এটি প্রযোজ্য! পুষ্টিকর খাওয়ার, নিয়মিত শরীরচর্চা আর পর্যাপ্ত ঘুমের পাশাপাশি প্রতিদিন ১টা করে আমলকী। রোগ কাছে ঘেঁষবে না!
১) এক গ্লাস জলে আমলকীর গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে খান। অ্যাসিডিটি কমবে। হজমশক্তিও বৃদ্ধি পাবে। এড়াছা, প্রতিদিন একটা করে আমলকী খেলে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও কমে যায়।
২) আমলকীতে রয়েছে ফাইটো কেমিক্যাল যা চোখের দৃষ্টি ভাল রাখে।
advertisement
৩) আমলকী ভিটামিন সি-তে ভরপুর। নিয়মিত খেলে সর্দি-কাশির সমস্যায় ভুগবেন না। হার্টও তরতাজা থাকবে। জরের পর, মুখের অরুচি দূর করতে আমলকী ছেঁচে সামান্য মধু মিশিয়ে খান। আমলকী আর মধুর রসের মিশ্রণ ত্বকের জন্যও খুব ভাল।
advertisement
৪) প্রতিদিন আমলকী খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয়, দাঁত শক্ত থাকে।
আরবিসি বা লোহির রক্তকণিকার সংখ্যা বাড়ায়।
৫) কোষের বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশনের অন্যতম কারণ ফ্রি র‍্যাডিক্যাল। আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‍্যাডিক্যাল প্রতিরোধ করে।
৬) সকালে খালিপেটে একটা গোটা আমলকী চিবিয়ে খান। ওজন কমবেই কমবে!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুস্থ থাকতে, রোজ ১টা আমলকী খাওয়া মাস্ট !
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement