করোনা আবহেই যাত্রা শুরু "ঘরে বাইরে"র ! বই পাড়ায় একগুচ্ছ স্বপ্নের উড়ান

Last Updated:

Book| Ghare Baire |করোনার (coronavirus) আবহে বই বাজারের অবস্থা খুব খারাপ। নতুন বই প্রকাশও অনেক কমে গেছে। ঠিক এই সময়ে গত বছর ডিসেম্বর মাসে 'ঘরে বাইরে' প্রকাশনার পথ চলা শুরু হয়।

#কলকাতা: করোনার (coronavirus)  আবহে বই বাজারের অবস্থা খুব খারাপ। নতুন বই প্রকাশও অনেক কমে গেছে। ঠিক এই সময়ে গত বছর ডিসেম্বর মাসে 'ঘরে বাইরে' প্রকাশনার পথ চলা শুরু হয়। চলতি পথের বাইরে গিয়ে অন্যরকম কিছু কাজ করাই তাদের উদ্দেশ্য। দীনেশচন্দ্র সেনকে (Dinesh Chandra Sen) এই বঙ্গের মানুষ প্রায় ভুলতেই বসেছে, তাঁকে নিয়ে ঘরে বাইরে পাবলিকেশানের একটি বই সাড়া জাগিয়েছে পাঠক মহলে। দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী সুদেষ্ণা চক্রবর্তীর লেখা "স্মৃতি বিস্মৃতিতে দীনেশচন্দ্র সেন " বইটি বাংলার সংস্কৃতবান পাঠক মহলে অত্যন্ত সমাদৃত হয়েছে। লেখক সুজয় দাসের কলমে অসাধারণ কিছু মুক্তগদ্য "বাউলেয় আলখাল্লা" মন কেড়েছে অনেকের। রয়েছে ঋতুপর্ণা রুদ্রের পাঠক সমাদৃত বই গোয়েন্দা গড়াই।
এই সময়ের পরিচিত কবি জয়দীপ লাহিড়ীর কবিতার বই "গরাদের বাইরের জানালায়" উঠে এসেছে কবির প্রতিবাদ। লেখক অনির্বাণ চৌধুরীর উপন্যাস হিয়ার মাঝে, কিম্বা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমি মৌয়ের লেখা ভ্রমন সাহিত্য "অথঃ চারণভূমি রঞ্জাবতী কথা" ভালো লেগেছে পাঠকের। মৌমিতা তারণের সেলিব্রিটি মানুষদের সাক্ষাৎকারের সংগ্রহ মন কাড়া। প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশীষ চক্রবর্তী দারুণ কবিতা লেখেন। তাঁর বই সমুদ্র সৈকতে ভালো লাগায় পাঠককে। আত্রেয়ী আঢ্যর ছোট গল্প সংকলন "কল্পনার ক্যানভাসে"। বইটিকে আপন করে নেয় পাঠক। অন্দরসজ্জাবিদ এবং লেখক সুদীপ ভট্টাচার্যের লেখা কবিতার বই "মাধবকাঠির জন্য" অন্য ভালোলাগার কথা বলে। আম্ফানের সময় সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম মাধবকাঠির পাশে এসে দাঁড়িয়ে ছিলেন সুদীপ ভট্টাচার্য। পাশে পেয়েছিলেন দেশ বিদেশের বন্ধুদের। এই বইটি সেই গ্রামকে উৎসর্গ করে লেখা। এছাড়াও পশু পাখিদের উপর গল্পের সংকলন "না মানুষের গল্প"৷ বইটির সম্পাদনা করেছেন শ্যামলী আচার্য এবং সায়ন্তনী বসু চৌধুরী।
advertisement
আরো দুটি বইয়ের কথা বলতেই হয়। পরিচালক রবীন দাসের (Rabin Das) আত্মজীবনী মূলক নন ফিকশান "পরিচালক হয়ে ওঠার সিলেবাস", একেবারেই অন্যরকম একটা পাবলিকেশান। এছাড়াও সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্তের নজরুলের জীবনের উপর লেখা "খেয়াপারের তরণী" অনেক মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে। প্রায় আট, ন মাসে কুড়ি খানার মত বই প্রকাশ করেছে ঘরে বাইরে পাবলিকেশান। কিছুদিনের মধ্যে আরো কয়েকটি বই আসছে। তার মধ্যে রয়েছে প্রখ্যাত সাহিত্যিক ডঃ নবকুমার বসুর লেখা "এদেশ ওদেশ", নয়ন বসুর ছোট গল্প সংকলন " জামিলা এবং অন্যান্য", শ্রাবন্তী সেনের লেখা "নানা রঙের কলকাতা", নীলাঞ্জনা মল্লিকের লেখা ছোট গল্প সংকলন " আখের রস", রেখা রায়ের লেখা জীবন ভিত্তিক উপন্যাস "পক্ষী জীবন", তাপস কুমার ঘোষের " জিম করবেট", সুজয় দাসের "প্রাপ্ত বয়স্কদের জন্য", সম্বুদ্ধ সান্যালের লাদাখের উপর থ্রিলার, জনিপ্রিয় অভিনেতা সন্দীপ চক্রবর্তীর বই " চাড্ডিখানি কথা" ইত্যাদি আরো কিছু বই। এছাড়াও ফুডম্যান চন্দ্রশেখর কুণ্ডুর জীবন নিয়ে একটি উপন্যাস লিখছেন লেখক সুদীপ ভট্টাচার্য। সেই বইটিও প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। বই একটা সমাজ গড়ে দেয়। কিন্তু করোনা কালে সেই প্রকাশকরা চাপে। তারই মধ্যে ঘরে বাইরে পাবলিকেশনের এমন একটি সাহসী উদ্যোগ ভালো লাগায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
করোনা আবহেই যাত্রা শুরু "ঘরে বাইরে"র ! বই পাড়ায় একগুচ্ছ স্বপ্নের উড়ান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement