Gardening Tips: বাজার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনবেন কেন? ছাদেই গুচ্ছ গুচ্ছ হবে পাতিলেবু, সারাবছর খেয়ে শেষ করতে পারবেন না
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Gardening Tips: বাজারে বেশি দাম দিয়ে লেবু না কিনে বাড়ির ছাদে কিংবা উঠোনে লেবু গাছ লাগালে একদিকে যেমন বাড়ির খাবারে কাজে লাগবে তেমনি অন্যদিকে বিক্রি করলেও আর্থিকভাবে লাভবান হবেন।
উত্তর দিনাজপুর: গ্রীষ্মের তীব্র গরমে প্রাণ বাঁচাতে লেবুর জুড়ি মেলা ভার। গরমকাল মানেই লেবুর শরবত। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবুর শরবত ভীষণ উপকারী। তবে বাজারে বেশি দাম দিয়ে লেবু না কিনে বাড়ির ছাদে কিংবা উঠোনে লেবু গাছ লাগালে একদিকে যেমন বাড়ির খাবারে কাজে লাগবে তেমনি অন্যদিকে বিক্রি করলেও আর্থিকভাবে লাভবান হবেন।
বাড়ির ছাদে কিংবা টবে যে কোনও সময় এই লেবু গাছ লাগাতে পারেন। বাড়ির ছাদে দু-একটা লেবু গাছ আপনার সারা বছর লেবুর চাহিদা মেটাবে। টবে কী ভাবে করবেন এই লেবু চাষ? এ ব্যাপারে কৃষিবিশেষজ্ঞ তারা প্রসাদ জানেন, লেবু চাষ করার জন্য প্রথমে চার থেকে পাঁচ ইঞ্চির বড় টবের প্রয়োজন। মাটি দেওয়ার আগে টবের নীচের ছিদ্র পাথরের টুকরো অথবা মাটির পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে আটকে দিন। এরপর অর্ধেক টব পর্যন্ত মাটির মিশ্রণ দিন। এরপর বাজার থেকে যে লেবুর চারা গুলো কিনে এনেছেন সেগুলো ভালভাবে মাটির মধ্যে লাগিয়ে দিন। তবে লেবু গাছ লাগানোর আগে মনে রাখবেন অতিরিক্ত জল দেওয়া কিংবা কম জল কম দেওয়ার কারণে ফল অঙ্কুরে ঝরে যেতে পারে। তাই পরিমাণ মতো এই গাছে জল দেওয়া প্রয়োজন। এছাড়া লেবু গাছে নাইট্রোজেন সার দিন। হাড়ের গুঁড়ো ও জৈব সার ভীষণ প্রয়োজন লেবুর গাছের জন্য।
advertisement
advertisement
টবে গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত ২০ থেকে ২৫ দিন পর পর সরিষার খৈলের পচা জল প্রয়োগ করতে হবে গাছে। তবেই লেবু গাছের অধিকাংশ ফলন পাবেন। এছাড়াও লেবু গাছের প্রায়ই কিছু কিছু ডাল মরতে দেখা যায়। আর এইসব মরা ডালগুলো সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে। এছাড়াও ছাদের লেবু গাছকে অধিক ডালপালা যুক্ত সুন্দরভাবে তৈরি করতে হলে চারা লাগানোর পর থেকে কয়েকবার ডাল কেটে দিতে হবে। এছাড়া লেবু গাছে যখন ফুল ফল আসবে তখন কোনভাবেই কীটনাশক স্প্রে করা যাবে না এতে গাছেরও লেবুর ফলের ক্ষতি হতে পারে। এই কিছু কিছু বিষয় যত্ন নিলে বাড়িতেই লেবু চাষ করতে পারবেন।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 5:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening Tips: বাজার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনবেন কেন? ছাদেই গুচ্ছ গুচ্ছ হবে পাতিলেবু, সারাবছর খেয়ে শেষ করতে পারবেন না
