Food in old Newspaper Wrap: কাগজে তেলেভাজা, ঝালমুড়ি খান? পুরনো খবরের কাগজে মুড়িয়ে রাখেন খাবার? কতটা ক্ষতিকর, জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Food in old Newspaper Wrap: বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজে ছাপার কালিতে একাধিক বায়োঅ্যাক্টিভ উপাদান আছে

ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া বা এফএসএসআই-এর তরফে আর্জি জানানো হয়েছে খাবার বিক্রেতা এবং খাদ্য গ্রহীতা, দু’ পক্ষকেই। বলা হয়েছে খাবার জিনিস মুড়িয়ে নিতে, সংরক্ষণ করে রাখতে বা খাবার পরিবেশন করার সময় কোনও সময়েই যেন খবরের কাগজ ব্যবহার করা না হয়। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার মত, সংবাদপত্রে যে কালি ব্যবহার করা হয়, সেগুলিতে কিছু ক্ষতিকর রাসায়নিক আছে। এই রাসায়নিক উপাদান থেকে শরীরে একাধিক ক্ষতি হতে পারে।
এফএসএসআই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জি কমলা বর্ধনা রাও কঠোরভাবে দেশ জুড়ে খাদ্য বিক্রেতাদের কাছে আবেদন করেছেন খবরের কাগজে মুড়িয়ে খাবার বিক্রি না করতে। এমনকি, কাগজে খাবার ঢেকে রাখতেও আপত্তি জানিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজে ছাপার কালিতে একাধিক বায়োঅ্যাক্টিভ উপাদান আছে। যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এফএসএসআই-এর রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে সংবাদপত্রে ব্যবহৃত কালিতে পারদের মতো রাসায়নিক এবং ভারী ধাতু থাকতে পারে। যার থেকে শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য প্যাথোজেন সংক্রান্ত সংক্রমণেরও আশঙ্কা থাকে।
advertisement
advertisement
খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এর আগেও খাবারের জন্য সংবাদপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। শিঙাড়া, পকোড়ার মতো তেলে ভাজা খাবার থেকে বাড়তি তেল শুষে নিতেও সংবাদপত্র ব্যবহার করতে কঠোর নিষেধবাজ্ঞা জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food in old Newspaper Wrap: কাগজে তেলেভাজা, ঝালমুড়ি খান? পুরনো খবরের কাগজে মুড়িয়ে রাখেন খাবার? কতটা ক্ষতিকর, জানুন বিশেষজ্ঞের মত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement