Yearender 2020: অদ্ভুত সব খাবার যা নজর কাড়ল এই বছর!

Last Updated:

ম্যাগি ফুচকা, নিউটেলা বিরিয়ানি বা চকোলেট চিকেন, বছরে অস্বস্তিতে ফেলল যে সব অদ্ভুত খাবার!

#কলকাতা: চিকেন, ফুচকা, ম্যাগি বা বিরিয়ানি খুব সাধারণ ভাবে তো প্রায় রোজই খাওয়া হয়ে থাকে। কিন্তু এগুলো অড কম্বিনেশন বা যা কখনও ভাবা যায়নি এমন কোনও কম্বিনেশনে যদি রান্না করা যায়, তা হলে কেমন লাগবে খেতে? এমন ভাবতে ভাবতেই নজরে পড়তে পারে ম্যাগি উইথ দই বা চকোলেট দিয়ে ম্যাগি! সোশ্যাল মিডিয়ায় চলতি বছর এমন অড কম্বিনেশনের বহু খাবার ভাইরাল হয়। দেখে নেওয়া যাক তারই এক ঝলক!
ম্যাগির রকমারি
বহু বছর ধরে বাঙালি তথা বিশ্বের সবার ঘরে ঘরেই ম্যাগির রাজত্ব। হাতে ২ মিনিট সময় থাকলে অনায়াসেই এই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে নেওয়া যায়। যা খেলে পেটও ভরে থাকে অনেকক্ষণ। চিজ দিয়ে ম্যাগি, মেয়ো দিয়ে বা অনেক সময়ে বাটার চিজ কম্বিনেশনে অনেকেই খেয়ে থাকেন। কিন্তু কখনও চকোলেট ম্যাগি হলে কেমন হয়?বা দই দিয়ে ম্যাগি?
advertisement
advertisement
ম্যাগি নিয়ে এক্সপেরিমেন্টের এমনই কিছু ছবি, ভিডিও এ বছর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে কখনও ম্যাগি খেতে দেখা যায় ফুচকার সঙ্গে, কখনও বিয়ারের সঙ্গে বা কখনও ক্ষীরের সঙ্গে। আর দই ম্যাগি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে বেশিরভাগই মানুষই নাক কুঁচকেছেন, অনেকে আবার বলেছেন দেখেই বমি পাচ্ছে। অনেকে আবার লিখেছেন, এমন খাবার ট্রাই করার প্রশ্নই ওঠে না!
advertisement
advertisement
advertisement
বুরবোঁ বিস্কুট ও ঢেঁড়শ
চকোলেট দেওয়া বুরবোঁ বিস্কুট দুধ দিয়ে বা নিউটেলা দিয়ে অনেকেই খেয়ে থাকেন। উপরে চকোলেট সিরাপ দিয়েও বুরবোঁ খাওয়া হয়ে থাকে। কিন্তু ঢেঁড়শ দিয়ে বরবন খাওয়ার কথা হয় তো ভেবেও দেখেনি কেউ। চলতি বছর এই এক্সিপেরিমেন্টও করেছেন অনেকে। বুরবোঁ চকোলেট বের করে তার মাঝে ঢেঁড়শ দিয়ে স্যান্ডউইচ বানানো হয়েছে। অনেকের মতে নিশ্চয়ই এই খাবারের জায়গা হয়েছে ডাস্টবিনে!
advertisement
advertisement
নিউটেলা বিরিয়ানি
এই অদ্ভুত খাবারের এক্সপেরিমেন্টের মধ্যে নিউটেলা বিরিয়ানিও অন্যতম। এমনিতে Swiggy, Zomato-সহ প্রায় ফুড ডেলিভারি অ্যাপেই এ বছরের সব চেয়ে বেশি অর্ডার করা খাবার বিরিয়ানি। কিন্তু এই মুঘলাই ডিশও চকোলেট স্প্রেডের সঙ্গে ব্যবহার করা হয়েছে।
চকোলেট চিকেন উইংস
ফ্রায়েড চিকেন উইংস অনেকেরই সব চেয়ে পছন্দের খাবার। অনেক বাড়িতেই সন্ধে বেলার স্ন্যাক্সে এই খাবার খাওয়া হয়ে থাকে। কিন্তু এই অড কম্বিনেশনের ট্রেন্ডে চকোলেট চিকেন উইংসও দেখতে হয়। একটি ভিডিওয় দেখা যায়, চিকেন উইংস চকোলেটে ডুবিয়ে ভাজা হচ্ছে। যা দেখে তার স্বাদ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ।
এই তালিকায় সর্বশেষ এমন অদ্ভুত খাবার হল সস দিয়ে তরমুজ। টমেটো সস দিয়ে তরমুজও বেশ ভাইরাল হয়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Yearender 2020: অদ্ভুত সব খাবার যা নজর কাড়ল এই বছর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement