দরকার শুধু সকালে এক চামচ কফি, অনন্যা পাণ্ডের মতো ত্বক ভাল রাখবে আপনারও!

Last Updated:

সারাদিন শ্যুটিং, বিজ্ঞাপন, অনুষ্ঠান শেষে শরীর ক্লান্ত তো হয়ই, ত্বকেরও দফারফা অবস্থা হয়। এ থেকে মুক্তি পেতে দুটি ঘরোয়া উপাদান দিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নেন অনন্যা।

#মুম্বই: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ (Student of The Year 2) দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) মেয়ে। তারপর থেকেই কোনও না কোনও কারণে খবরের শিরোনাম দখল করে রেখেছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। সে নেপোটিজম হোক কিংবা বডি শেমিং, সমস্ত বিষয়েই খুল্লমখুল্লা নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী। ফলে বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার।
সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরেকোণ্ডার (Vijay Deveraonda) ‘লাইগার’ (Liger)। সেখানেই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা। তারপর থেকে অনন্যাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বলি-মহলে। তবে বিতর্ক নয়, এবার শিরোনামে অনন্যার ফিটনেস আর সৌন্দর্য। তবে ত্বকচর্চায় বিউটি প্রোডাক্টের থেকে ঘরোয়া টোটকাতেই বেশি ভরসা চাঙ্কি-কন্যার।
advertisement
advertisement
সারাদিন শ্যুটিং, বিজ্ঞাপন, অনুষ্ঠান শেষে শরীর ক্লান্ত তো হয়ই, ত্বকেরও দফারফা অবস্থা হয়। এ থেকে মুক্তি পেতে দুটি ঘরোয়া উপাদান দিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নেন অনন্যা। কোন দুটি উপাদান? এখানে রইল তারই হদিশ।
ফেস স্ক্রাব তৈরিতে যা লাগবে: প্রত্যেক রান্নাঘরে পাওয়া যায় এমনই দুটি উপাদান হল কফি এবং নারকেল তেল। ২ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেন অনন্যা। তারপর সেটা স্ক্রাবার হিসেবে ব্যবহার করেন মুখে, ঘাড়ে।
advertisement
ব্যবহারের পদ্ধতি: সকালে ঘুম চোখে এক কাপ কফিতে চুমুক দিলেই সমস্ত ঝিমুনি মুহূর্তে উধাও হয়ে যায়। এটা যেমন মেজাজকে নিমেষে চাঙ্গা করে, তেমনই তরতাজা রাখে ত্বককেও। কফি আর নারকেল তেল মিশিয়ে তৈরি পেস্ট মুখে লাগিয়ে আলতো হাতে স্ক্রাব করতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে সাধারণ জলে। এটা এক্সফোলিয়েট করার পাশাপাশি ত্বককে কোমল এবং উজ্জ্বল করে তুলবে।
advertisement
কীভাবে কাজ করে: নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটা ত্বককে নরম, তুলতুলে রাখে। পাশাপাশি ত্বককে মসৃণ এবং হাইড্রেটেড করতেও সাহায্য করে। কফি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ফলে এই দুটি উপাদান একত্রে ত্বকের মহৌষধ হিসেবে কাজ করে।
advertisement
স্ক্রাবিংয়ের পর: কফি ও নারকেল তেলের এই ফেস স্ক্রাব ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ১৫ মিনিট স্ক্রাবিংয়ের পর সাধারণ জলে মুখ ধুয়ে ফেলতে হবে। তারপর লাগাতে হবে ময়েশ্চারাইজার। এটা ত্বকে প্রাকৃতিক আভা এনে দেবে, একেবারে অনন্যার মতো!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দরকার শুধু সকালে এক চামচ কফি, অনন্যা পাণ্ডের মতো ত্বক ভাল রাখবে আপনারও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement