Flavoured hookah: বিভিন্ন ফ্লেভারের হুক্কা পছন্দ? সাবধান! হতে পারে প্রাণঘাতী, দাবি বিশেষজ্ঞদের

Last Updated:

ফ্লেভারড হুক্কায় স্বল্প পরিমাণে অ্যালকোহল মেশানো হয়। যার ফলে এটাই এক সময় আসক্তিতে পরিণত হয়।

সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাপনের ধারাও আধুনিক হয়ে উঠছে। অ্যালকোহল থেকে শুরু করে হুক্কা – এই সবের উপর আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। আজকাল আবার তরুণ-তরুণীদের মধ্যে ফ্লেভারড হুক্কার প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়। ফ্লেভারড হুক্কার অর্থ হল বিভিন্ন স্বাদের হুক্কা। চকোলেট, পান, বিভিন্ন রকম ফল-সহ আরও নানা স্বাদ বা ফ্লেভারের হুক্কা পাওয়া যায়। যা সত্যিই মজাদার। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এই ফ্লেভারড হুক্কা যতই মজাদার হোক না কেন, তা নিয়মিত সেবন স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকর হয়ে উঠতে পারে। এমনই চাঞ্চল্যকর দাবি করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তাঁদের মতে, ফ্লেভারড হুক্কায় স্বল্প পরিমাণে অ্যালকোহল মেশানো হয়। যার ফলে এটাই এক সময় আসক্তিতে পরিণত হয়। যা শরীরে বিভিন্ন রোগের জন্ম দিতে পারে। তবে বর্তমান কালে যুবসমাজ এই বিষয়ে কিন্তু একেবারেই ওয়াকিবহাল নয়। শুধু অ্যালকোহলই নয়, ফ্লেভারড হুক্কায় আবার যথেষ্ট পরিমাণে তামাকজাত দ্রব্যও থাকে। এটাও তরুণ-তরুণীদের আসক্তি বা নেশা বাড়ানোর আর একটা অন্যতম বড় কারণ। সব মিলিয়েই স্বাস্থ্যের উপর চরম প্রভাব পড়ে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে আলোচনা করছেন রাজস্থানের ভিলওয়ারা জেলার ডেপুটি চিফ মেডিক্যাল ও হেলথ অফিসার ডা. ঘনশ্যাম চাওলা। তাঁর বক্তব্য, আজকালকার তরুণ-তরুণীদের মধ্যে ফ্লেভারড হুক্কা বা বিভিন্ন রকম স্বাদের হুক্কা সেবন করার প্রবণতা ক্রমেই বাড়ছে। অর্থাৎ সকলের মধ্যে ফ্লেভারড হুক্কা নিয়ে উন্মাদনা থাকে প্রবল। কিন্তু অধিকাংশ মানুষ এটাই জানে না যে, ফ্লেভারযুক্ত হুক্কার মধ্যে স্বল্প পরিমাণে অ্যালকোহল এবং পর্যাপ্ত পরিমাণে তামাকজাত দ্রব্য থাকে। যার কারণে এর নেশায় আসক্ত হয়ে পড়ে তারা।
advertisement
ডা. ঘনশ্যাম চাওলা আরও বলেন, অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্যের উপস্থিতির কারণে মস্তিষ্ক, ফুসফুস এবং হার্টেও প্রভাব পড়ে। এমনকী কখনও কখনও এটি শরীরে ক্যানসারের মতো বিপজ্জনক রোগেরও জন্ম দেয়। ধূমপান করলে যেমন ক্যানসারের ঝুঁকি বাড়ে, ঠিক সেভাবেই হুক্কা সেবনের ফলেও ওই রোগ বাসা বাঁধার আশঙ্কা বাড়ে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Flavoured hookah: বিভিন্ন ফ্লেভারের হুক্কা পছন্দ? সাবধান! হতে পারে প্রাণঘাতী, দাবি বিশেষজ্ঞদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement