Fitness Tips: লাইগারের মতো বডি চাই? জেনে নিন বিজয় দেবেরাকোন্ডার ফিটনেস রুটিন

Last Updated:

Fitness Tips: এমন চেহারা পেতে নিয়মিত জিমে গিয়েছেন বিজয়। করেছেন ভারী ওয়ার্কআউট। রোজকার ডায়েটেও এনেছেন বদল।

#কলকাতা: তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র (Arjun Reddy) কথা মনে আছে নিশ্চয়? এই ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। দক্ষিণের এই সিনেমা এতটাই হিট হয় যে তার রিমেক বানায় বলিউড, ‘কবীর সিং’ (Kabir Singh)। নাম ভূমিকায় অভিনয় করেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। তবে তেলেগু ছাপিয়ে হিন্দি ছবির দর্শকদের মনেও স্থায়ী জায়গা করে নেন বিজয় (Fitness Tips)।
দক্ষিণের নায়কদের মধ্যে প্রথম সারিতেই থাকে বিজয়ের নাম। সুদর্শন তো বটেই, তাঁর পাথরকোঁদা চেহারাও অনুরাগীদের মনে হিল্লোল তোলে। এবার নতুন সিনেমা নিয়ে আসছেন বিজয়। তাঁকে দেখা যাবে এমএমএ ফাইটারের ভূমিকায়, নাম ‘লাইগার’ (Liger)। এই ছবির হাত ধরেই তেলেগু সিনেমায় পা রাখছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। শুধু তাই নয়, এই ছবিতে দেখা যাবে মাইক টাইসনের (Mike Tyson) মতো বক্সিং লেজেন্ডকেও। ফলে ‘লাইগার’ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
advertisement
advertisement
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘লাইগার’-এর ঝলক। সেই ঝলকেই চমক। ছবিতে যে চেহারায় বিজয়কে দেখা যাচ্ছে, সেই রূপে আগে কখনও তাঁকে দেখেননি কেউ। এমন চেহারা পেতে নিয়মিত জিমে গিয়েছেন বিজয়। করেছেন ভারী ওয়ার্কআউট। রোজকার ডায়েটেও এনেছেন বদল। এখানে দেখে নেওয়া যাক এমএমএ ফাইটারের ভূমিকায় অভিনয়ের জন্য কীভাবে নিজেকে তৈরি করেছেন বিজয়।
advertisement
চিনি নয়: ‘চিনি কম’ নয়, ‘লাইগার’-এ ফাইটারের চরিত্রে অভিনয়ের জন্য চিনি খাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন বিজয়। চিনিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যা ওজন বৃদ্ধি করে। তাই সবার আগে চিনি বাদ। একটি সাক্ষাৎকারে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত স্টার নিজেই বলেছেন, ‘চিনি শরীরের জন্য ক্ষতিকর। তাই শুধু চা নয়, চিনি যুক্ত যে কোনও খাবার খাওয়াই ছেড়ে দিয়েছি’।
advertisement
খেলা: প্রতিদিন জিম, ওয়ার্কআউট তো আছেই, সঙ্গে মাঠে নেমে খেলাধুলোও করছেন বিজয়। তাঁর মতে, এতে শরীরের প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম হয়। ভলিবল, ব্যাডমিন্টন আর ক্রিকেট বিজয়ের সবচেয়ে পছন্দের খেলা।
শাকসবজি: এমনিতেই সবুজ শাকসবজির কোনও বিকল্প নেই। তারওপর ছিপছিপে অথচ পেশিবহুল শরীর পেতে চাইলে শাকসবজির উপর আরও বেশি করে ভরসা করতে হবে। এমনটাই মত বিজয়ের।
advertisement
বার্গার: বিজয়ের প্রিয় খাবার বার্গার। কিন্তু সুস্থ এবং ফিট থাকতে গেলে রোজকার ডায়েট থেকে ফাস্ট ফুড বাদ দিতেই হবে। কিন্তু বার্গার ছাড়া দিন কাটানো বিজয়ের কাছে অসম্ভব। সেটাও সম্ভব করেছেন। তবে পুরোপুরি নয়। সপ্তাহে একদিন বার্গার খাচ্ছেন বিজয়। তাঁর মতে, ‘এতে তেমন কোনও ক্ষতি বৃদ্ধি হবে না।’
ভারী ওজন: ফাইটারের মতো চেহারা পেতে জিমে কয়েক ঘণ্টা সময় কাটাচ্ছেন অভিনেতা। চলছে ভারী ওয়ার্কআউট। পুশ আপ থেকে ওজন তোলা, বাদ দিচ্ছেন না কিছুই।
advertisement
কফি: আর কফি! বিজয়ের সবচেয়ে পছন্দের পানীয় এটাই। তাঁর কথায়, ‘নিজেকে রিফ্রেশ করতে কফির জুড়ি নেই’। তাই ক্লান্ত হয়ে পড়লেই কফির কাপে চুমুক দেন এই দক্ষিনী স্টার।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fitness Tips: লাইগারের মতো বডি চাই? জেনে নিন বিজয় দেবেরাকোন্ডার ফিটনেস রুটিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement