White Shoes Cleaning: সাদা জুতো পরিষ্কার রাখতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে? এই ঘরোয়া জিনিসে চকচক করবে জুতো

Last Updated:

White Shoes Cleaning: জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত যায় সাদা স্নিকার্স। কিন্তু সাদা জুতো পরলেই তো হল না, এটাকে পরিষ্কার ঝকঝকে-তকতকে করে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। না হলে লুকটাই নষ্ট হয়ে যাবে।

সাদা জুতো পরিষ্কার
সাদা জুতো পরিষ্কার
ইদানীং সাদা জুতো ফ্যাশনে ইন। সে সাদা স্নিকার্সই হোক কিংবা সাদা ক্লগসই হোক - লুকটাকে কুল এবং ক্যাজুয়াল রাখতে এর জুড়ি মেলা ভার। জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত যায় সাদা স্নিকার্স। কিন্তু সাদা জুতো পরলেই তো হল না, এটাকে পরিষ্কার ঝকঝকে-তকতকে করে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। না হলে লুকটাই নষ্ট হয়ে যাবে। তবে মনে হতে পারে যে, সাদা জুতো পরিষ্কার করতে গিয়ে কাড়ি কাড়ি টাকা খরচ হয়ে যাবে। বিষয়টা আদতে কিন্তু তা নয়। অথচ ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেই সাদা জুতো একেবারে সহজেই নতুনের মতো করে তোলা সম্ভব।

জুতোর স্ক্রাব:

একটি বাটিতে এক চামচ বেকিং সোডা, আধ চামচ হাইড্রোজেন পারঅক্সাইড এবং আধ চামচ ঈষদুষ্ণ জল ভাল করে মিশিয়ে নিতে হবে। একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার স্ক্রাবের মধ্যে এই মিশ্রণ লাগিয়ে নিয়ে জুতোর উপরে ধীরে ধীরে ঘষে জুতো স্ক্রাব করে নিতে হবে। এতে জুতোর নোংরা-ময়লা দূর হয়ে যাবে। এটা জুতোর ফ্যাব্রিকেরও কোনও ক্ষতি করবে না।
advertisement
advertisement

বেকিং সোডা:

জুতো পরিষ্কার সাফাই করার অন্যতম প্রধান উপাদান হল বেকিং সোডা। জুতোর কোনও অংশ নোংরা হয়ে গেলে জুতোর ওই অংশে বেকিং সোডা লাগিয়ে নিতে হবে। এর পর এটি শুকোতে দিতে হবে। শুকিয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে জুতোর ওই অংশটা মুছে নিতে হবে। এতে সাদা জুতো চকচকে হয়ে যাবে, একদম নতুনের মতো।
advertisement

টুথব্রাশ:

অনেক সময় দাঁত মাজার ব্রাশ পুরনো হয়ে গেলে আমরা সেটা ফেলে দিই। কিন্তু তা ফেলে না-দিয়ে জুতো পরিষ্কারের কাজে লাগানো যেতে পারে। পুরনো টুথব্রাশ ব্যবহার করে সহজেই জুতোর ধুলো-ময়লা এবং দাগ-ছোপ দূর করা সম্ভব। আসলে টুথব্রাশের ব্রিসেলস জুতোর প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। যা সহজেই ময়লা পরিষ্কার করে দিতে পারে।
advertisement

টুথ পেস্ট এবং ডিটারজেন্ট:

জুতোর রঙ ফিকে হয়ে এলে টুথ পেস্ট এবং ডিটারজেন্টই হল সমস্যা দূর করার একমাত্র উপায়। জুতোয় অল্প টুথ পেস্ট এবং ডিটারজেন্ট মিশিয়ে লাগিয়ে নিতে হবে। কাপড় ঘষার ব্রাশ কিংবা পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে ঘষে ময়লা তুলে ফেলতে হবে। এতে সাদা জুতোর উপর লেগে থাকা হলদেটে দাগ-ছোপ দূর হবে।
advertisement

লেবুর রস:

সাদা জুতো পরিষ্কার করার জন্য লেবুর রসও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর জন্য এক কাপ জলে লেবুর রস মিশিয়ে জুতোর দাগ লেগে যাওয়া অংশে নরম কাপড় দিয়ে ঘষতে হবে। এতে দাগ-ছোপ চলে যাবে।
advertisement

ভিনিগার ও বেকিং সোডা:

আধ কাপ ভিনিগারে এক-চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণকে ময়লা জুতোয় লাগিয়ে নিতে হবে। এতে জুতোর দাগ পরিষ্কার হয়ে একেবারে নতুনের মতো হয়ে যাবে।

নেলপালিশ রিমুভার:

জুতোয় এমন দাগ লেগেছে, যা সহজে দূর হচ্ছে না? এই পরিস্থিতিতে জুতোয় নেলপালিশ রিমুভার লাগিয়ে নিতে হবে। এতে ওই দাগ সম্পূর্ণ রূপে চলে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White Shoes Cleaning: সাদা জুতো পরিষ্কার রাখতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে? এই ঘরোয়া জিনিসে চকচক করবে জুতো
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement