Fatigue : সব সময়েই ক্লান্ত লাগে? এই কয়েকটা নিয়ম মানলে নিমেষে লাগবে চাঙ্গা!
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Fatigue : দেখে নেওয়া যাক কোন পাঁচ উপায়ে মনকেও চাঙ্গা রাখা যায়।
#নয়াদিল্লি: ব্যস্ত জীবনধারার মধ্যে থাকায় আজকাল আমরা নিজেদের জন্য সময় পাই না বললেই চলে। অত্যধিক পরিশ্রম এবং অল্প বিশ্রামের জন্য অনেকেরই দিনের শেষে চরম ক্লান্তির অনুভূতি হয়। আবার দৈনন্দিন জীবনের এই ধরনের রুটিন অনেক সময় আমাদের দীর্ঘস্থায়ী ক্লান্তি আনে। যা দীর্ঘদিন চলতে থাকলে চিরস্থায়ী বলে মনে হয় এবং ক্লান্তিভাব কাটিয়ে ওঠা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে সবসময় যে শারীরিক কারণেই ক্লান্ত লাগে এমনটা নয়, মানসিকভাবে চাঙ্গা থাকাও জরুরি। দেখে নেওয়া যাক কোন পাঁচ উপায়ে মনকেও চাঙ্গা রাখা যায়।
ঘুমের মান
আট থেকে দশ ঘন্টা ঘুমোলে হয় তো শারীরিকভাবে সুস্থ থাকা যায়, কিন্তু পরের দিন সতেজ থাকতে কতক্ষণ ঘুম হল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল কতটা ভাল করে ঘুম হচ্ছে। নিরবিচ্ছিন্ন সুন্দরভাবে ঘুমালে পরের দিন সতেজ হয়ে ঘুম থেকে ওঠা যায়। তাই ঘুমের মানের দিকে খেয়াল রাখতে হবে এবং বিছানায় যাওয়ার আধ ঘন্টা আগে ল্যাপটপ, মোবাইল, টিভি-র স্ক্রিনের থেকে দূরে থাকার মতো পদ্ধতির মাধ্যমে ঘুমের মানের উন্নতি করতে চেষ্টা করতে হবে।
advertisement
advertisement
নিজের সঙ্গে সময়
যাঁরা খুব খোলামেলাভাবে মেশেন তাঁরা যেমন সামাজিক আলাপচারিতা থেকে এনার্জি পান, তেমনই চাপা স্বভাবের মানুষেরা এই ধরনের সামাজিক মেলামেশায় আসলে নিজেদের মনের কথা তুলে ধরতে পারেন না। তাই হারানো এনার্জি ফিরে পেতে প্রত্যেকের নিজের সঙ্গে সময় কাটানো উচিত।
দুশ্চিন্তা মুক্তি
আমাদের দ্রুততার জীবনধারায় আরও একটি বিষয় সবসময় দেখা যায়, তা হল মানসিক চাপ। অতিরিক্ত পরিমাণে স্ট্রেস অনেক মানসিক জটিলতার দিকে নিয়ে যেতে পারে যা থেকে সাইকো-সোমাটিক পরিণতি হতে পারে। আর এই ধরনের মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা যায়। তাই ক্লান্তি কাটাতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা খুবই জরুরি।
advertisement
শখ মেনে চলা
কাজ যতই পছন্দের হোক না কেন, অত্যধিক কাজ সবসময়ই নিজেকে চাপের মধ্যে রাখে। আর পেশাগত কাজ মানেই নির্দিষ্ট সময়সীমা এবং অর্থের বিনিময়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে শুধু আনন্দের জন্য কিছু করলে সেটি মন এবং শরীরের উপর থেরাপিউটিক প্রভাব ফেলতে পারে। এটির মাধ্যমে নিজের সঙ্গে আরও ভালভাবে যোগাযোগ হয়। তাই সপ্তাহে অন্তত একদিন নিজের একটি শখের কাজ করার সময় বের করা উচিত।
advertisement
ঘুরতে যাওয়া
সবসময় ক্লান্ত বোধ করার কারণ হতে পারে একঘেয়েমি, পরিবর্তনের অভাব এবং মানসিক চাপ। তাই এই সমস্যার সমাধানে প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য সময় বের করতে হবে। দৃশ্যের পরিবর্তন মন এবং শরীরকে সমানভাবে সাহায্য করতে পারে। এছাড়া বেড়াতে গেলে একঘেয়েমি কেটে কাজে এনার্জি আসে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 1:21 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fatigue : সব সময়েই ক্লান্ত লাগে? এই কয়েকটা নিয়ম মানলে নিমেষে লাগবে চাঙ্গা!