Fathers Day: ফাদার্স ডে স্পেশাল, বাবাকে খুশি করতে এই ৭টি ইউনিক গিফটই যথেষ্ট! এখনই জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Fathers Day: ফাদার্স ডে-তে বাবাকে খুশি করতে দিন এই ৭টি ইউনিক ও ভাবনাসম্পন্ন উপহার। জুতো, ব্লুটুথ স্পিকার, হেলদি স্ন্যাকস, কাস্টমাইজড গিফট—আপনার উপহার প্যাকেই লুকিয়ে থাকবে ভালোবাসা ও স্মৃতির জাদু...
Father’s Day Gifts: ফাদার্স ডে এমন একটি বিশেষ দিন যা সমস্ত বাবাদের সম্মানে পালন করা হয়। এই দিনে যদি আপনি আপনার বাবার মুখে হাসি ফোটাতে চান, তাহলে তাকে দিতে পারেন কিছু ইউনিক এবং হাটকে উপহার। এই উপহারগুলো নিঃসন্দেহে আপনার বাবার মন ছুঁয়ে যাবে।
বাবারা যেমন পরিবারের ছাদ, তেমনই তারা সন্তানদের জীবনের ভিতও। তারা নিজের জন্য কিছু কেনার আগে হাজারবার ভাবে, অথচ সন্তানদের জন্য মন খুলে খরচ করে। বাবারা নিজের অনুভূতি প্রকাশ না করলেও সন্তানদের জন্য তাদের ভালোবাসা প্রচুর। ঠিক তাই ফাদার্স ডে-র দিনে বাবাকে উপহার দিয়ে স্পেশাল ফিল করানো একদম সঠিক সিদ্ধান্ত। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারে ফাদার্স ডে পালিত হয়। ২০২৫-এ এই দিনটি পড়েছে ১৫ জুন। এবার দেখে নিন বাবাকে দেওয়ার জন্য সেরা ৭টি ইউনিক গিফট আইডিয়া—
advertisement
advertisement
১. জুতো: বাবাকে তার পছন্দ অনুযায়ী একটি নতুন জুতো উপহার দিতে পারেন। আপনি চাইলে অনলাইন থেকে কিনে আনতে পারেন, অথবা তাকে নিয়ে গিয়ে শোরুম থেকে পছন্দ করে দিতে পারেন। এতে বাবা-ছেলের একটি ছোট্ট আউটিংও হয়ে যাবে।
advertisement
২. ব্লুটুথ স্পিকার বা রেডিও গান বা খবর শুনতে ভালোবাসেন এমন বাবার জন্য রেডিও বা ব্লুটুথ স্পিকার একটি দুর্দান্ত উপহার। আজকাল অনেক স্পিকারে রেডিও ফিচারও থাকে।
৩. হেলদি স্ন্যাকস: বাবা যদি খাবারপ্রেমী হন, তাহলে তার জন্য আনাতে পারেন হেলদি স্ন্যাকসের একটি গিফট বক্স। এতে তিনি গিল্ট-ফ্রি খেতে পারবেন তার প্রিয় টেস্টের খাবার।
advertisement
৪. শেভিং সেট: শেভিং ক্রিম, প্রি-শেভ জেল, আফটার শেভ বাম, ব্রাশ, সাবান – সব মিলিয়ে একটি শেভিং গিফট সেট বাবার জন্য নিখুঁত উপহার হতে পারে।
আরও পড়ুন: বর্ষায় মশা-পিঁপড়ে-উইপোকার জ্বালায় অতিষ্ঠ! রইল ৪টি ঘরোয়া দেশি টোটকা, হাতেনাতে পাবেন রেজাল্ট…
৫. ট্রিমার: যদি বাবা নিজে নিজে শেভ করতে স্বচ্ছন্দ না হন, তবে একটি ইলেকট্রিক ট্রিমার উপহার দিন। এতে করে সহজেই গুছিয়ে নিতে পারবেন তার লুক।
advertisement
৬. কাস্টমাইজড গিফট: আপনার বাবার সঙ্গে ছবি দিয়ে তৈরি করতে পারেন ফটো ফ্রেম, কাস্টম কার্টুন কারিকেচার, মগ, গ্রাফিক টি-শার্ট, ফটো আর্ট ইত্যাদি। আপনি চাইলে নিজের হাতে তৈরি কার্ডও দিতে পারেন।
৭. পারফিউম বা ডিও: বাবারা সাধারণত নিজের জন্য পারফিউম বা ডিও কেনেন না। আপনি যদি তাকে এই জিনিসগুলো উপহার দেন, তাহলে সে খুবই খুশি হবেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 11:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fathers Day: ফাদার্স ডে স্পেশাল, বাবাকে খুশি করতে এই ৭টি ইউনিক গিফটই যথেষ্ট! এখনই জানুন...