ভুঁড়ির ধরণ অনুযায়ী কমানোর উপায় জানুন
Last Updated:
আপনাকে ভুঁড়ি কমানোর উপায় জানার আগে জানতে হবে আপনার ভুঁড়ির ধরণ কি। তার পরে তার সমাধান করাটাও তুলনায় সহজ হবে।
#কলকাতা: পুজো আসছে ৷ তার জন্য চলছে শপিং ৷ কিন্তু কোনও দোকানে ঢোকার পর একটা অদ্ভূত সমস্যায় পড়ছেন ৷ সেটা হল ভুঁড়ি সমস্যা ৷ দৈনন্দিন কাজ সামলে জিম যাওয়ার সময় অনেকেই করে উঠতে পারেন না ৷ আবার ফ্যাশনেবল আউটফিট পড়তেও হবে৷ তাহলে উপায় ? আসলে ভুঁড়ি সকলের এক রকম হয় না। তাই তার সমাধানও একরকম হওয়াটা সম্ভব নয়। কারও ভুঁড়ি কিছুতে কমেছে শুনে আপনিও তাই করতে শুরু করলেন, কিন্তু তাতে কোনও লাভ হল না। আপনিও হাল ছেড়ে দিয়ে ভাবলেন এই ভুঁড়ি কমার নয়। আসলে ব্যাপারটা তা নয়। আপনাকে ভুঁড়ি কমানোর উপায় জানার আগে জানতে হবে আপনার ভুঁড়ির ধরণ কি। তার পরে তার সমাধান করাটাও তুলনায় সহজ হবে। এরকম কয়েকটি ভুঁড়ির নমুনা নীচে দেওয়া হল। দেখুন কোনটি আপনার সমস্যা।
১) নীচু ভুঁড়ি
আপনার ভুঁড়ি যদি নীচু হয়ে থাকে, তবে বুঝে নিতে হবে আপনার স্ট্রেস অনেক বেশি৷ গবেষণায় দেখা গিয়েছে, যারা নিজেদের কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে হন তাদের থাকে এমন ভুঁড়ি। এই ভুঁড়ির প্রধান কারণ হল বদহজম। স্ট্রেসের কারণে তাদের ঘুম ও খাওয়ায় অনিয়ম হয়৷ যার জন্য হয় বদহজম। এর থেকে পেট ফেঁপে যায় ৷ যার ফলে ভুঁড়ি তৈরি হয়। হাসিখুশি মানুষের তুলনায় তাদের শরীরে কর্টিসল নামের হরমোন বেশি উৎপাদন হয়ে থাকে।
advertisement
advertisement
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই মনের চিন্তা দূর করে রিল্যাক্সড হতে হবে। কমিয়ে ফেলতে হবে জাঙ্ক ফুড এবং ক্যাফিন দিয়ে তৈরি পানীয় খাওয়া। কিন্তু তাই বলে খাওয়া বাদ দেবেন না। বার বার অল্প অল্প করে খাবার খেতে থাকুন। ধূমপানের অভ্যাস থাকলে সেটাও বাদ দিন।
২) খুব নীচু ভুঁড়ি
সাধারণত রোগা মানুষের এমন ভুঁড়ি থাকে যা বেশি নিচু। এ থেকে বোঝা যায় তারা পরিশ্রম বেশি করেন। বিশেষ করে নারীদের এই ভুঁড়ি বেশি দেখা যায়। যারা নিজেদের যত্ন নেন না বা নেওয়ার সময় পান না পরিশ্রমের জন্য, তাদের ভুঁড়ি নিচু হয়ে থাকে। তাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাসও দেখা যায়।
advertisement
এই ভুঁড়ি থাকলে প্রথমেই আপনার খাদ্যভ্যাসে পরিবর্তন আনতে হবে। ব্যালান্সড ডায়েট অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে। খাদ্যে বৈচিত্র্য আনুন। আর সময় পেলে ব্যায়াম করুন। নিজের প্রতি যত্ন নিন।
৩) টায়ারের মতো ভুঁড়ি
দিনের বেশিরভাগ সময় বসে বসে কাটালে শরীরের চারপাশটা বেড়ে গিয়ে এমন টায়ারের মতো ভুঁড়ি তৈরি হয়। এধরণের পেট দেখলেই মনে হয় মানুষটি মোটেই স্বাস্থ্যকর জীবনযাপন করেন না। কিন্তু এমন ভুঁড়ি কমিয়ে ফেলা আসলে সব থেকে বেশি সহজ।
advertisement
এই ভুঁড়ি হয়েছে মানে আপনি সম্ভবত বেশি চিনি অথবা শর্করা খান বেশি। এছাড়াও আপনি মন খারাপ থাকলে খেতে থাকেন। এসব কারণে আপনার ভুঁড়ি বাড়ে। একটু সচেতন হয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খান, ফলমূল খান বেশি করে। ভুঁড়ি কমতে সময় লাগবে না।
৪) ফাঁপা ভুঁড়ি
ঘুম থেকে উঠে দেখলেন পেট স্বাভাবিক। অথচ দিনের শেষে দেখলেন পেট ভারী হয়ে গিয়েছে, পোশাকের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে ভুঁড়ির অবয়ব। এর মানে আপনার ফাঁপা ভুঁড়ি। এটা মোটা বা রোগা দুই ধরণের মানুষেরই হতে পারে। এর কারণ হল মূলত হজমে সমস্যা।
advertisement
অনেক সময়ে কিছু কিছু খাবার আমাদের সহ্য হয় না অথচ আমরা এ ব্যাপারে খেয়ালও করি না। যেমন অনেকেরই দুধ বা দুগ্ধজাত খাবার খেলে প্রচন্ড গ্যাস হয়, তাতে ভুঁড়ি বাড়ে। অথচ তিনি দিনের পর দিন দুধ-চা পান করে চলেছেন। আবার কারও কারও বিশেষ কোনও সবজি বা মাংস হজম করতে সমস্যা হতে পারে। এই খাবারগুলোকে চিহ্নিত করুন এবং হজমে সমস্যা হয় এমন খাবার খাওয়া বন্ধ করে দিন। তাহলেই পেট ফাঁপা কমে যাবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2015 6:06 PM IST