দীপাবলিতে এবার সাজের ট্যুইস্ট, ট্র্যাডিশনাল পোশাকে দিন লেপার্ড প্রিন্ট ডিজাইন, ঠিক এভাবে!

Last Updated:

দীপাবলির রাতে এথনিক লুকেও লেপার্ড প্রিন্ট ব্যবহারের কথা ভেবে দেখা যেতেই পারে। এতে নতুনত্ব তো হবেই, একটা অন্যরকম লুকও আসবে।

#কলকাতা: সামনেই দীপাবলি। হাতে আর এক সপ্তাহও সময় নেই। আলোর উৎসবে সাজ কেমন হবে তা নিয়েই এখন যত পরিকল্পনা। বাজারে তো বটেই অনলাইনেও চোখ বোলানো চলছে। ফ্লোরাল থেকে চেক প্রিন্ট, বাজারে সব ধরনের ঐতিহ্যবাহী পোশাকই মিলবে। কিন্তু দীপাবলির রাতে এথনিক লুকেও লেপার্ড প্রিন্ট ব্যবহারের কথা ভেবে দেখা যেতেই পারে। এতে নতুনত্ব তো হবেই, একটা অন্যরকম লুকও আসবে।
লেপার্ড প্রিন্ট বেশ আধুনিক ডিজাইনের। তবে আজকাল এটাকে বিভিন্নভাবে স্টাইল করা হচ্ছে। এই ধরনের নকশা কিন্তু দেখতে বেশ লাগে। মহিলারা পরতেও পছন্দ করেন। এখানে লেপার্ড প্রিন্টের নতুন ডিজাইনের সুলুক সন্ধান দেওয়া হল। দীপাবলির রাতে ট্রাই করে দেখলে মন্দ লাগবে না।
রাফল লেহঙ্গা শাড়ি: অল্পবয়সীদের জন্য রাফল লেহঙ্গা শাড়ি আদর্শ। দাম ১০০০ টাকা থেকে শুরু। ইদানীং এই পোশাক ব্যাপক জনপ্রিয় হয়েছে। চাইলে রাফল ছাড়াও লেপার্ড নকশা স্টাইল করা যায়। দীপাবলির রাতে এই পোশাকের সঙ্গে বেছে নিতে হবে রুপোর গয়না। কানে বড় দুল, হাতে ব্রেসলেট। চুল খোলাই থাক। আর পায়ে থাক হাই হিল।
advertisement
advertisement
গোল্ডেন এবং ব্ল্যাক লেপার্ড প্রিন্ট শাড়ি: কালো পাড়ের শাড়ি। জমির রঙ সোনালি। তার উপর লেপার্ডের ডিজাইন। দেখতে খুবই আধুনিক। বাজারে ১০০০ টাকায় গোল্ডেন এবং ব্ল্যাক লেপার্ড প্রিন্ট শাড়ি পাওয়া যাচ্ছে। এর সঙ্গে কালো ব্লাউজই সবচেয়ে ভাল মানাবে। সঙ্গে স্টাড কানের দুল। হাতে ম্যাচিং চুড়ি। চুল খোলা থাক। পায়ে সাধারণ চপ্পল। দীপাবলি তো বটেই, অফিস পার্টিতেও এই শাড়ি দারুণ মানাবে।
advertisement
লেপার্ড ডিজাইনের জ্যাকেট সঙ্গে স্কার্ট: দীপাবলিতে অন্য ধরনের লুক পেতে চাইলে এই পোশাক বেছে নিতে হবে। লেপার্ড ডিজাইনের ফুল হাতা ব্লাউজ সঙ্গে লম্বা স্কার্ট। আজকাল প্রিন্ট ওভার প্রিন্ট-ই ট্রেন্ডিং। তাছাড়া এই ধরনের নকশা দেখতেও খুব সুন্দর। বাজারে ১০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে লেপার্ড ডিজাইনের জ্যাকেট আর লং স্কার্ট। এর সঙ্গে চুল খোঁপা করে বাঁধা থাক। কানে থাক বড় দুল। গলায় চোকার পরা যায়। সঙ্গে পায়ে হাই হিল।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দীপাবলিতে এবার সাজের ট্যুইস্ট, ট্র্যাডিশনাল পোশাকে দিন লেপার্ড প্রিন্ট ডিজাইন, ঠিক এভাবে!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement