Durga Puja 2021| পুজোর মুখে রইল হবু মায়েদের স্টাইল গাইড!

Last Updated:

Durga Puja 2021| fashion guide for mom to be| আজকাল প্রেগন্যান্সি পিরিয়ডে বেশির ভাগ মহিলারাই অফিস যান, ফলে সেখানেও একঘেয়ে পোশাক তো আর ভালো লাগে না!

photo source collected
photo source collected
#কলকাতা: মাতৃত্ব একটা আনন্দের অনুভূতি৷ মাতৃত্বের সফরে প্রতিটা মা-ই নানা রকম রঙিন মুহূর্তের সাক্ষী থাকে(fashion guide for mom to be)৷ কনসিভ করা থেকে শুরু করে সন্তান কোলে আসা পর্যন্ত নারীর দেহে হরমোনের খেলা চলতে থাকে, ফলে প্রচণ্ড ভাবে মুড স্যুয়িংও হয়৷ হয় তো কখনও কিছু ভালো লাগল, আবার তার পর মুহূর্তেই সেটা চোখের বিষ হয়ে উঠল৷ সন্তানের জন্মের পরও এই অনুভূতিগুলো চলতে থাকে৷
তবে প্রেগন্যান্সিতে (Pregnancy) যে সমস্যাটা সব চেয়ে বেশি হয়, সেটা হল- পোশাক৷ কী ধরনের পোশাক পরা যায়, এই চিন্তাতেই এই প্রেগন্যান্সি পিরিয়ড কাটিয়ে দেন হবু মায়েরা৷ কারণ গত মাসে যে পোশাক ঠিকঠাক ফিট করছিল, তার পরের মাসে দেখা গেল, সেই পোশাকটাই আবার ছোট হয়ে গেল৷ কিন্তু এই সব চিন্তা আজকাল অতীত৷ কারণ ফ্যাশন-সচেতন হবু মায়েদের চিন্তা দূর করেছে নানা রকম ডিজাইনের মেটারনিটি বা মাতৃত্বকালীন পোশাক (Maternity Wear)৷ আর আজকাল প্রেগন্যান্সি পিরিয়ডে বেশির ভাগ মহিলারাই অফিস যান, ফলে সেখানেও একঘেয়ে পোশাক তো আর ভালো লাগে না, তাই তাঁদের জন্যও মুশকিল আসান মাতৃত্বকালীন পোশাক! মেটারনিটি ফটোশ্যুট, বেবিমুন- এ সবই তো এখন ট্রেন্ড৷ তাই পুজোর মুখে হবু মায়েদের জন্য রইল কিছু স্টাইল গাইড৷
advertisement
গর্ভাবস্থায় নানা রকম পোশাক:
প্রেগন্যান্ট (fashion guide for mom to be)বলেই যে কোনও এক ধরনের পোশাক পরতে হবে, তার কোনও মানে নেই৷ তবে মাতৃত্বকালীন পোশাক বেশ হালকা এবং ঢিলেঢোলা হওয়া উচিত৷ যার ফলে হবু মা আরাম পেতে পারে৷ এখন মাতৃত্বকালীন পোশাকের মধ্যে রয়েছে আরামদায়ক ঢিলেঢোলা গাউন, হাঁটু পর্যন্ত ঝুলের ঢিলে পোশাক, বিভিন্ন ঝুলের নানা ডিজাইনের কাফতান ইত্যাদি৷ আর এই সময় পোশাক বাছার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে, এমন পোশাক কিনতে হবে যেটা সন্তানের জন্মের পরেও ব্যবহার করা যেতে পারে৷
advertisement
advertisement
আরামদায়ক অথচ ক্লাসি:
আজকাল বেবি বাম্প (fashion guide for mom to be)ফ্লন্ট করা পোশাকই মেটারনিটি ফ্যাশনে ইন৷ ফলে পোশাক হতে হবে নরম আর আরামদায়ক৷ তাই পোশাক বাছার ক্ষেত্রে কাপড়ের মান দেখে তবেই কেনা উচিত৷ গর্ভাবস্থায় পোশাক কেনার জন্য সুতি-ই আদর্শ৷ এ ছাড়াও রয়েছে ফ্লেক্স কটন, কটন স্লাব আর রেয়নও৷ তবে এই সময় অনেকে ঝলমলে অথবা অন্য রকম প্রিন্টের পোশাক এড়িয়ে চলতে চান৷ কিন্তু পছন্দ করলে কেন পরবেন না? নিজের পছন্দমতো জমকালো প্রিন্টের মাতৃত্বকালীন পোশাক স্বচ্ছন্দে পরা যায়৷ কারণ মাতৃত্বটা উপভোগ করার মতো একটা অনুভূতি৷
advertisement
জ্যাকেট অথবা শ্রাগ:
সাধারণত প্রেগন্যান্সির (fashion guide for mom to be)ক্ষেত্রে বেশির ভাগ মহিলাই ম্যাক্সি ড্রেস ব্যবহার করেন৷ কারণ ম্যাক্সি ড্রেস বেশ আরামদায়ক আর খোলামেলা হয়৷ ফলে হবু মায়ের আরামের জন্য এই পোশাকের জুড়ি মেলা ভার৷ এ বার এই ম্যাক্সি ড্রেসের উপর একটা হালকা ডেনিম জ্যাকেট অথবা শ্রাগ গলিয়ে নিলে লুকটাই পাল্টে যাবে৷
advertisement
আরামদায়ক জুতো বা ফুটওয়্যার:
প্রেগন্যান্সি পিরিয়ডে প্রায় সকল হবু মা-ই (fashion guide for mom to be)ফ্ল্যাট জুতো অথবা আরামদায়ক নরম স্নিকার্স পরতে পছন্দ করেন৷ যেমন, একটা উজ্জ্বল ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি ড্রেসের সঙ্গে যদি সাদা স্নিকার্স ব্যবহার করা যায়, তা হলে দেখতে স্টাইলিশ লাগবে৷ যেমন, ইক্কত অথবা ভারতীয় ব্লক প্রিন্টের ম্যাক্সি ড্রেস বাছলে, তার সঙ্গে অ্যাঙ্কল লুপওয়ালা ওপেন-টো ফ্ল্যাট স্যান্ডেল অথবা টি-স্ট্র্যাপওয়ালা ফ্ল্যাট স্যান্ডাল বেছে নিতে পারেন৷
advertisement
গয়নাগাঁটি:
এই সময় (fashion guide for mom to be)হালকা ছোট গয়না পরা যায়৷ হালকা ডিজাইনের রুপোর গয়না অথবা হালকা জাঙ্ক জুয়েলারি দারুণ লাগবে৷ নিজের পছন্দের পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়াই যায়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021| পুজোর মুখে রইল হবু মায়েদের স্টাইল গাইড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement