মাস্ক পরে ঢেকে যাচ্ছে মুখের সৌন্দর্য্য? সেলেবদের মতো পরে নিন স্পেশাল ফেসশিল্ড
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
উপায় হল তারকাদের স্পেশাল ফেসশিল্ড। যা আপনাকে ভাইরাস থেকেও বাঁচাবে এবং আপনার রূপের গরিমাও নষ্ট হতে দেবেনা
#কলকাতা: শীতকালে রূপচর্চায় দিচ্ছেন বিশেষ যত্ন কিন্তু তাও নষ্ট হচ্ছে মুখের মেকআপ। কিন্তু মাস্ক ছাড়া বেরোতেও পারছেন না কোথাও! করোনার কারণে গতবছর থেকেই মাস্ক হয়েছে সর্বক্ষণের সঙ্গী৷ এই বাজারচলতি মাস্ক দেখতে সুন্দর হলেও মুখের সাজসজ্জার দফারফা হচ্ছেই৷ এইসবের সাথে সকলে আমরা অভ্যস্ত ঠিকই তাও মন যচায় অন্যকিছু৷ মুখের সৌন্দর্য্য দেখুক সকলেই তা চায়না অনেকেই৷ তাহলে উপায় কি?
উপায় হল তারকাদের স্পেশাল ফেসশিল্ড। যা আপনাকে ভাইরাস থেকেও বাঁচাবে এবং আপনার রূপের গরিমাও নষ্ট হতে দেবেনা। সাম্প্রতিক মহামারীকে আমরা চাইলেও উপেক্ষা করতো পারিনা, প্রায়শই তাদের কাছে হার স্বীকার করতে হয় আমাদের। মহামারী ঠেকাতে বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল সরঞ্জাম। আর সেইসব সরঞ্জামগুলির মধ্যে একটি হল এই ফেসশিল্ড, বিজ্ঞানের ভাষায় পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই)। যা রোদ, ধুলো, বাতাস এবং ভাইরাস থেকে রক্ষা করবে আপনার মেকআপকেও।
advertisement
বর্তমানে বিশ্বজুড়ে বহু বিখ্যাত ব্যক্তি এই চমকপ্রদ শিল্ড ব্যবহার করে নিজেদের সৌন্দর্যকে মেলে ধরছেন। এই ধরণের শিল্ড পরে তারকাদের ছবিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তাদের ফ্যানেরাও চোখ সরাতে ব্যার্থ হয়েছেন। এটি একটি নতুন ফ্যাশন স্টেটমেন্ট বলে মনেও করছেন অনেকে৷
advertisement
বিগ বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, সানি লিওনি, শিল্পা শেট্টি এমনকি অভিনেতা সোনু সুদও এই ফেসশিল্ডে ধরা দিচ্ছেন। এটি যেমন আপনার মুখের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তেমন বাঁচিয়ে রাখে মেকআপ কেও৷ তাই রূপের যত্নের পাশাপাশি এবার নিজেকে বাঁচান করোনার হাত থেকেও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2021 11:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাস্ক পরে ঢেকে যাচ্ছে মুখের সৌন্দর্য্য? সেলেবদের মতো পরে নিন স্পেশাল ফেসশিল্ড

