Boho in Summer 2021 : ঢিলেঢালা জামা, গাদাগুচ্ছের 'জাঙ্ক জুয়েলারি'! করোনাকে ভুলিয়ে দিতে এই ফ্যাশনের জুড়ি মেলা ভার...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বোহো সাজের (Bohemian Fashion) মজা হল, এটি এমনই এক লুক যাতে বলিউড (Bollywood) তারকা থেকে থেকে আপনি, রঙে টইটুম্বুর হয়ে চমকে দিতে পারেন যে কেউ।
বোহো সাজের মজা হল, এটি এমনই এক লুক যাতে বলিউড তারকা থেকে থেকে আপনি, রঙে টইটুম্বুর হয়ে চমকে দিতে পারেন যে কেউ। অনেক পুরোনো পোশাকও নতুন গয়না নতুন একসেসরিজ দিয়ে একদম অন্যরকম মুড তৈরী করতে পারে।advertisement
গরমের আউটডোরে একটু অন্য চেহারা পেতে চান। কমফর্টেবল জামা পরতে ইচ্ছে করছে দিকে? আপনার কাছে একটাই উপায়-বোহেমিয়ান লুকে নজর কাড়ুন অফিস, পথঘাট বা অনলাইন গ্রুপ মিটে। এক্ষেত্রে জামার রঙ বাছুন খুব হাল্কা, হালকা হলুদ, বেবি পিঙ্ক, আকাশি, হালকা সবুজ। সাদা তো গরম কালের রঙ। সাদা তাই-ই আপনার চয়েসে প্রথমে থাকা উচিৎ। ফ্লোরাল প্রিন্ট, গ্রাফিক্যাল প্রিন্ট বা স্ট্রাইপ প্রিন্টে খুব ফ্রেশ দেখাবে আপনাকে।advertisement
advertisement
বোহেমিয়ান স্টাইল মূলত ৬০-এর দশক থেকে ৭০-এর দশকে ঢিলেঢালা সুতির জামায় ফ্যাশন হত। এতে একটা ক্যাজ়ুয়াল অথচ কমফর্টেবল লুক আসত, যা ‘বোহেমিয়ান’ নামে পরিচিত। সেই বোহেমিয়ান ফ্যাশনই এখন বলিউডে দারুণ জনপ্রিয়। বোহেমিয়ান ফ্যশন বললেই প্রথম যে যে ড্রেসগুলোর কথা মাথায় আসে: ম্যাক্সি, মিডি, কাফতান, ঢোলা ওয়ান পিস জামা, পালাজ়ো ইত্যাদি।advertisement
ডিজাইনার শ্রুতি সাঞ্ছেতির জানিয়েছেন, গরমকালে ফ্লোরাল বা ট্রাইব্য়াল প্রিন্টের একটা ম্যাক্সি ড্রেস বা ঢিলেঢালা ওয়ান পিস আপনাকে সম্পূর্ণ করে তুলতে পারে। তারসঙ্গে টপ নট করে বাঁধা চুল, কানে জব্বর একটা দুল, স্লিঙ ব্যাগ, কভার সু আর একটা ডার্ক লিপস্টিক।advertisement
আপনার ফ্যশন স্টেটমেন্ট হোক কমফর্টেবল এবং কুল। রেডি হয়ে যান ভিডিয়ো কলে মিটিং-এর জন্য। ডিজাইনার অনুশ্রী পারেখের আবার মত, ক্যাজ় কাফতানের সঙ্গে আপনার ফ্যাশন গোল বানাতে। হালকা সুতি এবং মলমলের ম্যাক্সি জামায় আপনি হয়ে উঠুন প্রাণবন্ত। আর সঙ্গে থাকুক হালকা কিছু রূপোর গয়না। আপনার সাজ নজর কাড়বে যে কোনও উৎসবেই।স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2021 5:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Boho in Summer 2021 : ঢিলেঢালা জামা, গাদাগুচ্ছের 'জাঙ্ক জুয়েলারি'! করোনাকে ভুলিয়ে দিতে এই ফ্যাশনের জুড়ি মেলা ভার...

