'প্রচুর ব্রাইডাল অর্ডার পরে রয়েছে, কে জানে বিয়েগুলো কবে হবে!': শর্বরী দত্ত

Last Updated:

নিউজ চ্যানেলটা যেন আর ভাল লাগছে না শর্বরীর। ক্রিকেট স্কোরের মত মৃত্যুর খবরই চলছে সারাটাদিন।

SREEPARNA DASGUPTA
#কলকাতা: "না! আর যেন কিছুই ভালো লাগছেনা। খানিকটা আঁকা, খানিকটা বই পড়া, খানিকটা টিভি দেখা।তার পরেও যেন মনে একটা ভীষণ অস্থিরতা কাজ করছে। উদ্বেগ, আশংকা সবই একসঙ্গে যেন গ্রাস করছে।" জানালেন বর্ষীয়ান ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। নিজে প্রবীণ নাগরিক। বাড়ির সদস্যরা সবাই একসঙ্গে আছেন ঠিকই। কিন্তু আগে কখনও এরকম হেল্পলেস লাগেনি। "সারাদিনই নানা কাজের মধ্যে ব্যস্ত থাকি। নিজের কাজ থাকে, স্টুডিওতে যেতে হয়ে। সেখানেও কারিগররা থাকেন। তাঁদের সঙ্গে অনেকটা সময় কাটাই। কিন্তু এখন তো কিছুই নেই। একটা অন্য রকমের মন খারাপ কাজ করছে। কিন্তু এটা থেকেও বেরোনোটা ভীষণ দরকার।" জানান শর্বরী।
advertisement
advertisement
বরাবারই  পুরুষের পোশাকের জন্যই সমাদৃত শর্বরী। আড়ি, কাঁথার সুতোর নকশীতে জীবন্ত হয়ে ওঠে কত গল্প। গ্রাম বাংলার গল্প, বিয়ের গল্প, পুজোর গল্প, প্রকৃতি আরও কত কি। পুরুষের পোশাকের পাশাপাশি মহিলাদের পোশাকও ডিজাইন করছেন শর্বরী, বেশ অনেকদিন ধরেই। এই সময় তো আবার পর পর থাকে প্রচুর বিয়ে। তার জন্য অনেক আগে থেকেই অর্ডার থাকে। "আমার কাছে বেশ অনেকগুলো অর্ডার পরে রয়েছে। বোঝাই যাচ্ছে এখন আর তাঁদের বিয়েটা হওয়া সম্ভব নয়। বিয়েটা পিছোবে। তাঁদের সঙ্গে যোগাযোগে আছি। সব স্বাভাবিক হলে তখন আবার অর্ডার সাপ্লাই করতে পারব। এমনিতেও আমাদের সব কারিগর এখন ছুটিতে। তাঁদের দিকটাও তো ভাবতে হচ্ছে।"বলে জানান শর্বরী।
advertisement
নিউজ চ্যানেলটা যেন আর ভাল লাগছে না শর্বরীর।  ক্রিকেট স্কোরের মত মৃত্যুর খবরই চলছে সারাটাদিন। তার থেকে পড়া বইগুলো আবারও পড়ছেন তিনি। এই যেমন এখন সর্বক্ষনের সঙ্গী ব্যোমকেশ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
'প্রচুর ব্রাইডাল অর্ডার পরে রয়েছে, কে জানে বিয়েগুলো কবে হবে!': শর্বরী দত্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement