পঞ্চম বছরে আরও বেশি চমক নিয়ে হাজির Fface ক্যালেন্ডার !
Last Updated:
দেখতে দেখতে পঞ্চম বর্ষে পা দিল বাংলার জনপ্রিয় ফ্যাশন ক্যালেন্ডারগুলির মধ্যে অন্যতম Fface ৷
#কলকাতা: দেখতে দেখতে পঞ্চম বর্ষে পা দিল বাংলার জনপ্রিয় ফ্যাশন ক্যালেন্ডারগুলির মধ্যে অন্যতম Fface ৷ শুরুতে শুধুমাত্র কলকাতা ও তার আশপাশের জায়গার মধ্যেই এই ট্যালেন্ট হান্ট সীমাবদ্ধ থাকলেও যত দিন গড়িয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য থেকেও এই গ্ল্যাম হান্টে যোগ দিতে তরুণ-তরুণীরা ভিড় জমিয়েছেন ৷ তাদের কেউ হতে চান মডেল তো আবার কেউ অভিনেতা ৷
এবছর Fface-এর অডিশনে রেজিস্ট্রেশন সংখ্যা গত সব বছরের রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে ৷ বাংলাদেশ থেকেও প্রতিযোগিরা অংশ নিয়েছিলেন এই অডিশনে ৷ মোট ৬৩০০টি রেজিস্ট্রেশন জমা পড়ার পর সেখান থেকে দু’ রাউন্ডের অডিশনের ভিত্তিতে সেরা ৩৩ জনকে বাছাই করে নেওয়া হয়েছে ৷ অডিশন পর্বে বিচারকের ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, পরিচালক সুদেষ্ণা রায়, শ্যাম সুন্দর দে, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায় প্রমুখ ৷
advertisement
অডিশনের দিন প্রবল বৃষ্টিতে অনেক প্রতিযোগীই আসতে পারেননি ৷ তাই তাদের জন্য এরপর আরও একটি অডিশন বা ওয়াইল্ড কার্ড এন্ট্রির ব্যবস্থা করা যায় কী না , সেটাই এখন ভেবে দেখছেন আয়োজকরা ৷ Fface-এর কর্ণধার নীল রায় বলেন,
আমাদের প্রধান উদ্দেশ্যই হল, প্রতিবছর নতুন নতুন ট্যালেন্টকে চিহ্নিত করা ৷ আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফেমিনা মিস ইন্ডিয়া, মিস ডিভার, মিস্টার ইন্ডিয়ার মতো দেশের সর্বাধিক জনপ্রিয় বিউটি পেজেন্টগুলির টাই আপ রয়েছে ৷ সেখানে অনেক Fface কন্টেস্টেন্টই নিজেদের ট্যালেন্টকে সরাসরি প্রদর্শনের সুযোগ পেয়েছেন ৷ এছাড়া অভিনয় থেকে শুরু করে মডেলিংয়ের জগতে অতীতের অনেক Fface ক্যালেন্ডারের প্রতিযোগিরাই আজ সুপ্রতিষ্ঠিত ৷ গত পাঁচ বছরে ফ্যাশন-মডেলিং নিয়ে বাংলার ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ অনেক বেড়েছে ৷ তারা অনেকেই হয়তো এর আগে নিজের ট্যালেন্ট প্রদর্শনের সঠিক কোনও প্ল্যাটফর্ম পেত না ৷ Fface তাদের সেই সুযোগটা করে দিচ্ছে ৷ এবছরও প্রতিযোগিদের মধ্যে একজন গ্রিনটাচ এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন ৷
আমাদের প্রধান উদ্দেশ্যই হল, প্রতিবছর নতুন নতুন ট্যালেন্টকে চিহ্নিত করা ৷ আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফেমিনা মিস ইন্ডিয়া, মিস ডিভার, মিস্টার ইন্ডিয়ার মতো দেশের সর্বাধিক জনপ্রিয় বিউটি পেজেন্টগুলির টাই আপ রয়েছে ৷ সেখানে অনেক Fface কন্টেস্টেন্টই নিজেদের ট্যালেন্টকে সরাসরি প্রদর্শনের সুযোগ পেয়েছেন ৷ এছাড়া অভিনয় থেকে শুরু করে মডেলিংয়ের জগতে অতীতের অনেক Fface ক্যালেন্ডারের প্রতিযোগিরাই আজ সুপ্রতিষ্ঠিত ৷ গত পাঁচ বছরে ফ্যাশন-মডেলিং নিয়ে বাংলার ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ অনেক বেড়েছে ৷ তারা অনেকেই হয়তো এর আগে নিজের ট্যালেন্ট প্রদর্শনের সঠিক কোনও প্ল্যাটফর্ম পেত না ৷ Fface তাদের সেই সুযোগটা করে দিচ্ছে ৷ এবছরও প্রতিযোগিদের মধ্যে একজন গ্রিনটাচ এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয়ের সুযোগ পাবেন ৷advertisement
advertisement
অডিশনে বাছাই করা প্রতিযোগিদের নিয়ে ৩০ দিনের গ্রুমিং সেশন এবং ওয়ার্কশপ শুরু হবে দিওয়ালির পর থেকেই ৷ সেখান থেকেই বেছে নেওয়া হবে Fface ক্যালেন্ডার ৫ শ্যুটের জন্য সেরা ১২ জনকে ৷ এবারের থিম যেহেতু শাড়ি ৷ তাই ক্যালেন্ডার শ্যুটের জন্য লোকেশন হিসেবে রাজস্থানের বিভিন্ন দুর্গ এবং মরুভূমিই ফার্স্ট চয়েজ আয়োজকদের ৷
advertisement
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2017 12:07 PM IST


