Eye flu: দ্রুত ছড়াচ্ছে চোখের সংক্রমণ, নিচ্ছে ভয়াবহ আকার, কীভাবে নিজেকে বাঁচাবেন? রইল চিকিৎসকের মত
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
প্রতি বছর বর্ষায় এমন সংক্রমণ দেখা দেয়। কিন্তু এই বছর সংক্রমণের প্রকোপ বেড়েছে, সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।
বর্ষায় নানা রকম রোগ সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। এর মধ্যে অন্যতম চোখের সংক্রমণ। ছোটদের পাশাপাশি বড়দের মধ্যেও চোখের সংক্রমণ বাড়ছে। এই রোগের প্রাথমিক লক্ষণ হল চোখ লাল হয়ে যাওয়া এবং পরবর্তীকালে চোখে ব্যথা।
প্রতি বছর বর্ষায় এমন সংক্রমণ হলেও, এই বছর সংক্রমণের প্রকোপ বেড়েছে বলেই মনে করা হচ্ছে। সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ছত্তিশগড়ের প্রতিটি জেলায় এধরনের রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এটি একটি ছোঁয়াচে রোগ, যা একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়।
কী এই রোগ?
advertisement
চোখের ফ্লু বা কনজানটিভাইটিস, এমন একটি রোগ যা সংক্রমণের কারণে ঘটে। এই রোগে চোখের ঝিল্লি সংক্রামিত হয়। কনজানটিভাইটিসকে ‘পিঙ্ক আই’ নামেও চিহ্নিত করা হয়।
advertisement
ভাইরাসজনিত সংক্রমণের কারণে যেকোনও মানুষ এই রোগ আক্রান্ত হতে পারেন। চিকিৎসায় অবহেলা করলে চোখও নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। অ্যাডেনোভাইরাস, হারপিস, সিমপ্লেক্স ভাইরাস, পোলস ভাইরাস এবং মাইক্সোভাইরাসের মতো ভাইরাস সংক্রমণের ফলে এটি ছড়াতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। এই রোগের ফলে আক্রান্তের চোখের সাদা অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে। চোখ খুলতে, কিছু দেখতে খুবই অসুবিধা হয় রোগীর।
advertisement
কী ভাবে ছড়ায় এই রোগ?
অনেকেই মনে করেন, আক্রান্ত ব্যক্তির চোখের দিকে তাকালেই এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এটা সত্যি নয়। বরং চিকিৎসকরা বলেন, কোনও ভাবেই এই সংক্রমণ বাতাস বাহিত হতে পারে না। সংক্রামিত ব্যক্তির ব্যবহার করা কোনও সামগ্রী ব্যবহার করলে এই সংক্রমণ ঘটতে পারে। অথবা, সংক্রামিত ব্যক্তি চোখে হাত দেওয়ার পর সেই হাতের ছোঁয়া কারও চোখে লাগলেও হতে পারে।
advertisement
লক্ষণ ও প্রতিরোধের উপায় কী?
চক্ষু বিশেষজ্ঞ ডা. শশী জৈন জানান, এটি ব্যাকটেরিয়া সংক্রমণ বা ভাইরাল সংক্রমণ থেকে হতে পারে। আজকাল, ভাইরাল সংক্রমণের রোগীর সংখ্যাই বেশি। এঁদের মধ্যে চোখ জল, চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা যায়। অনেক সময় রোগীদের চোখ থেকে রক্তও বেরতে পারে। এটি সংক্রামক, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 7:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye flu: দ্রুত ছড়াচ্ছে চোখের সংক্রমণ, নিচ্ছে ভয়াবহ আকার, কীভাবে নিজেকে বাঁচাবেন? রইল চিকিৎসকের মত